কক্সবাজার, ২৬ আগস্ট ২০২৫ (বাসস): জেলায় আজ ছয়বছরের শিশু হত্যা মামলায় আসামি মো. সোলেমানকে (৪৫) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ বেলা সাড়ে ১১টায় কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ ওসমাণ গনি এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি মো. সোলেমান জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল এলাকার বাসিন্দা। রায় প্রদানকালে আসামি মো. সোলেমান আদালতে উপস্থিত ছিলেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন টিটু এ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, কক্সবাজার জেলার মহেশখালীর মাতারবাড়ির একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল শিশুটি। ২০২২ সালের ৩০ নভেম্বর দুপুরে স্কুল থেকে ফেরার পর খেলার সময় তাকে অপহরণ করা হয়। একপর্যায়ে তাকে ধর্ষণ ও হত্যা করে মরদেহ গুম করা হয়। পরে পার্শ্ববর্তী পেকুয়া উপজেলার করিয়ারদিয়া এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির পিতা ২০২২ সালের ৩ ডিসেম্বর মহেশখালী থানায় মামলা করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ ওসমাণ গনি এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে আসামি মো. সোলেমানকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করা হয়েছে।