পিরোজপুরে হারানো মোবাইল উদ্ধার এবং মালিকদের কাছে হস্তান্তর

বাসস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৬:৩৮
হারানো মোবাইল উদ্ধার এবং মালিকদের কাছে হস্তান্তর। ছবি : বাসস

পিরোজপুর, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস): জেলা পুলিশের আইসিটি ও মিডিয়া শাখার উদ্যোগে বিভিন্ন ব্যক্তির  হারিয়ে যাওয়া ২০টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে সেগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা  পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।

পুলিশ সুপারের নির্দেশনায়, জেলা পুলিশের আইসিটি শাখা বিভিন্ন থানায় করা হারানো মোবাইল সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করে।

উদ্ধার হওয়া মোবাইলগুলোর মধ্যে রয়েছে, সদর থানা ৩টি, ইন্দুরকানী থানা ৫টি, মঠবাড়ীয়া থানা ৩টি, নাজিরপুর থানা ৬টি, ভান্ডারিয়া থানা ৩টি। এছাড়া, জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয় ৫টি ভুয়া (ফেইক) ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত করে সংশ্লিষ্ট থানায় তথ্য পাঠানো হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিজ নিজ হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুলিশ সুপার বলেন, অল্প সময়ের মধ্যে জেলার বিভিন্ন উপজেলা থেকে সাধারণ ডায়েরি অনুযায়ী ২০টি মোবাইল ফোন ও ৫টি ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত করে মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। আমাদের জেলা পুলিশের এরকম উদ্ধারজনিত কার্যক্রম অব্যাহত থাকবে। 
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা 
দেশজুড়ে ৩১ হাজার ৫৭৬ পূজামণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি মোতায়েন থাকবে
অন্তর্বর্তী সরকারের আমলেই কুমিল্লা নামে বিভাগ প্রতিষ্ঠা সম্ভব
চট্টগ্রামে পাহাড় থেকে ৬ ‘অস্ত্রধারী সন্ত্রাসী‘ আটক
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে অভিযানে ২৫ জন আটক
বাংলাদেশিদের ঝুঁকিপূর্ণ অভিবাসন পথ এড়িয়ে চলার আহ্বান
ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ ও বিশ্বরোড অংশের কাজ দ্রুত শেষ হবে : সড়ক পরিবহন সচিব
এনসিপির নিবন্ধনের সাথে শাপলা প্রতীক দিতে হবে : নাসির উদ্দিন পাটোয়ারী
অস্ত্র মামলায় রিমান্ড শেষে কারাগারে টগর
সৌদি আরব বাংলাদেশের জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
১০