চুয়াডাঙ্গা সীমান্তে স্বর্ণের বারসহ ২ চোরাকারবারি আটক

বাসস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৬:৫০

চুয়াডাঙ্গা, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস): চুয়াডাঙ্গার দর্শনায় সীমান্তে অভিযান চালিয়ে ৮টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ মঙ্গলবার সকালে ছয়ঘড়িয়া সীমান্তে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত সোনার বাজার মূল্য ১ কোটি ৭২ লাখ ১৫ হাজার টাকা।

আটককৃতরা হলেন, জেলার দর্শনা থানার নাস্তিপুর গ্রামের মো. আব্দুল মমিন (৪৯) ও মো. আবুল কালাম আজাদ (৪৭)।   

চুয়াডাঙ্গা-৬  ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান আজ বিকেলে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ছয়ঘড়িয়া সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালান হবে এমন তথ্যের ভিত্তিতে সকাল ৮টার দিকে ৭৯ নম্বর সীমান্ত পিলার থেকে ১২০০ গজ দেশের অভ্যন্তরে তেমাথায় বিজিবির একটি দল অবস্থান নেয়। এ সময় মোটরসাইকেলে করে ২ ব্যক্তি সীমান্তের দিকে যেতে থাকে। বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি থামার সংকেত দিলেও চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করে আটক করা হয়।  

তিনি জানান, এ সময় আব্দুল মমিনের কোমরে স্কচটেপ লাগানো ১ কেজি ১৬২ গ্রাম ওজনের ৮টি সোনার বার উদ্ধার করা হয়। আটক চোরাকারবারিদের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল জব্দ করা হয়।

এ ঘটনায় হাবিলদার মিজানুর রহমান দর্শনা থানায় মামলা করেছেন।  স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‘নতুন কুঁড়ি’ সফল করতে মেহেরপুরে প্রস্তুতি সভা
সুনামগঞ্জে ভারতীয় গরু জব্দ
চট্টগ্রামের লোহাগাড়ায় ভিক্ষুকের ছদ্মবেশে চুরি : নারী গ্রেফতার
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রতারণার বিষয়ে বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
মাগুরায় প্রাথমিক চিকিৎসা ও সচেতনতা মহড়া 
বগুড়ায় আউশ ধানের নমুনা শস্য কর্তন উদ্বোধন 
মান্দা বিএনপির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে দলে ফিরলেন টেইলর
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের ১০ম মৃত্যুবার্ষিকী কাল
ভূমি সেবাগ্রহীতাকে সবোর্চ্চ সেবা প্রদান নিশ্চিত করতে হবে: ভূমি সচিব
১০