চুয়াডাঙ্গা সীমান্তে স্বর্ণের বারসহ ২ চোরাকারবারি আটক

বাসস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৬:৫০

চুয়াডাঙ্গা, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস): চুয়াডাঙ্গার দর্শনায় সীমান্তে অভিযান চালিয়ে ৮টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ মঙ্গলবার সকালে ছয়ঘড়িয়া সীমান্তে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত সোনার বাজার মূল্য ১ কোটি ৭২ লাখ ১৫ হাজার টাকা।

আটককৃতরা হলেন, জেলার দর্শনা থানার নাস্তিপুর গ্রামের মো. আব্দুল মমিন (৪৯) ও মো. আবুল কালাম আজাদ (৪৭)।   

চুয়াডাঙ্গা-৬  ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান আজ বিকেলে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ছয়ঘড়িয়া সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালান হবে এমন তথ্যের ভিত্তিতে সকাল ৮টার দিকে ৭৯ নম্বর সীমান্ত পিলার থেকে ১২০০ গজ দেশের অভ্যন্তরে তেমাথায় বিজিবির একটি দল অবস্থান নেয়। এ সময় মোটরসাইকেলে করে ২ ব্যক্তি সীমান্তের দিকে যেতে থাকে। বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি থামার সংকেত দিলেও চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করে আটক করা হয়।  

তিনি জানান, এ সময় আব্দুল মমিনের কোমরে স্কচটেপ লাগানো ১ কেজি ১৬২ গ্রাম ওজনের ৮টি সোনার বার উদ্ধার করা হয়। আটক চোরাকারবারিদের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল জব্দ করা হয়।

এ ঘটনায় হাবিলদার মিজানুর রহমান দর্শনা থানায় মামলা করেছেন।  স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নতুন মন্ত্রিসভা গঠন করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট 
জিম্মিদের দ্বিতীয় দলকে রেড ক্রসের কাছে হস্তান্তর
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১৬ অক্টোবর
কুমিল্লায় দুর্যোগ প্রশমন দিবস পালিত
ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিতে পারেন, পুতিনের প্রতি ট্রাম্পের হুমকী
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত
গাজা শান্তি সম্মেলনে যোগ দেবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী
নওগাঁয় তরুণদের মধ্যে ফুটবল ও জার্সি বিতরণ
দুর্যোগ প্রশমন দিবসে ফেনীতে ভূমিকম্প বিষয়ক মহড়া
খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
১০