চুয়াডাঙ্গা সীমান্তে স্বর্ণের বারসহ ২ চোরাকারবারি আটক

বাসস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৬:৫০

চুয়াডাঙ্গা, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস): চুয়াডাঙ্গার দর্শনায় সীমান্তে অভিযান চালিয়ে ৮টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ মঙ্গলবার সকালে ছয়ঘড়িয়া সীমান্তে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত সোনার বাজার মূল্য ১ কোটি ৭২ লাখ ১৫ হাজার টাকা।

আটককৃতরা হলেন, জেলার দর্শনা থানার নাস্তিপুর গ্রামের মো. আব্দুল মমিন (৪৯) ও মো. আবুল কালাম আজাদ (৪৭)।   

চুয়াডাঙ্গা-৬  ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান আজ বিকেলে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ছয়ঘড়িয়া সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালান হবে এমন তথ্যের ভিত্তিতে সকাল ৮টার দিকে ৭৯ নম্বর সীমান্ত পিলার থেকে ১২০০ গজ দেশের অভ্যন্তরে তেমাথায় বিজিবির একটি দল অবস্থান নেয়। এ সময় মোটরসাইকেলে করে ২ ব্যক্তি সীমান্তের দিকে যেতে থাকে। বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি থামার সংকেত দিলেও চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করে আটক করা হয়।  

তিনি জানান, এ সময় আব্দুল মমিনের কোমরে স্কচটেপ লাগানো ১ কেজি ১৬২ গ্রাম ওজনের ৮টি সোনার বার উদ্ধার করা হয়। আটক চোরাকারবারিদের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল জব্দ করা হয়।

এ ঘটনায় হাবিলদার মিজানুর রহমান দর্শনা থানায় মামলা করেছেন।  স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা 
দেশজুড়ে ৩১ হাজার ৫৭৬ পূজামণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি মোতায়েন থাকবে
অন্তর্বর্তী সরকারের আমলেই কুমিল্লা নামে বিভাগ প্রতিষ্ঠা সম্ভব
চট্টগ্রামে পাহাড় থেকে ৬ ‘অস্ত্রধারী সন্ত্রাসী‘ আটক
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে অভিযানে ২৫ জন আটক
বাংলাদেশিদের ঝুঁকিপূর্ণ অভিবাসন পথ এড়িয়ে চলার আহ্বান
ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ ও বিশ্বরোড অংশের কাজ দ্রুত শেষ হবে : সড়ক পরিবহন সচিব
এনসিপির নিবন্ধনের সাথে শাপলা প্রতীক দিতে হবে : নাসির উদ্দিন পাটোয়ারী
অস্ত্র মামলায় রিমান্ড শেষে কারাগারে টগর
সৌদি আরব বাংলাদেশের জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
১০