গাইবান্ধা, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস): জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ শিক্ষার্থীর মধ্যে কাঠ, ফল ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
স্বেচ্ছাসেবী সংগঠন বিওয়াইও ফাউন্ডেশন আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার বল্লামঝাড় আমিনিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে চারাগুলো বিতরণ করে।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক (ইডি) জিহাদ আকন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি সাদুল্লাপুর উপজেলার আমিনিয়া দাখিল মাদ্রাসা, দক্ষিণ মান্দুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ কাজল ধোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জয়েনপুর আদর্শ কলেজের শিক্ষার্থীদের মধ্যে চারাগুলো বিতরণ করেন।
এ সময় প্রতিষ্ঠানগুলোর শিক্ষক, এসএমসি সদস্য, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় ইডি জিহাদ আকন্দ বলেন, গাছের চারাগুলো বিতরণের উদ্দেশ্য হলো প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করা এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখা।
ফাউন্ডেশনের সিদ্ধান্ত অনুসারে, এখন পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন জাতের প্রায় ২ হাজার চারা বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।