চট্টগ্রামে হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদন্ড, একজনের যাবজ্জীবন

বাসস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৭:১৫
ছবি : বাসস

চট্টগ্রাম, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরের ইপিজেড থানার মাহফুজুর রহমান হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

আজ দুপুরে চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ নিশাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বন্দর থানার ওয়াসিল চৌধুরী পাড়ার মো. বেলালের ছেলে তানভীর মো. হৃদয় এবং একই এলাকার শাহাব উদ্দিনের ছেলে তানভীর মো. সজীব। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি কক্সবাজার জেলার চকরিয়া থানার কৈয়ারবিল ইউনিয়নের আবুল কালামের ছেলে মো. আহসান।

রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি এম এ এম আজাদ বলেন, সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত তানভীর মোহাম্মদ সজীব ও মো. হৃদয়কে মৃত্যুদণ্ড দিয়েছেন। তাদের প্রত্যেককে আরও ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপর আসামি আহসানকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয় বলে জানিয়েছেন তিনি।

মামলার নথিমূলে জানা যায়, ২০২০ সালের ১ মে রাত সাড়ে ৯টা থেকে ২ মে সকাল সাড়ে ৯টার মধ্যে নগরের ইপিজেড থানার নিউমুরিং এলাকায় শাহীন শাহ টাওয়ারের পাশ থেকে  মাহফুজুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। আসামিরা তাকে শ্বাসরোধে হত্যা করেন। পরে ঘটনাকে আত্মহত্যা হিসেবে দেখানোর জন্য তার গলায় রশি বেঁধে ভবনের সিঁড়ির গ্রিলের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০২২ সালের ২৫ জানুয়ারি আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরু করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নতুন মন্ত্রিসভা গঠন করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট 
জিম্মিদের দ্বিতীয় দলকে রেড ক্রসের কাছে হস্তান্তর
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১৬ অক্টোবর
কুমিল্লায় দুর্যোগ প্রশমন দিবস পালিত
ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিতে পারেন, পুতিনের প্রতি ট্রাম্পের হুমকী
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত
গাজা শান্তি সম্মেলনে যোগ দেবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী
নওগাঁয় তরুণদের মধ্যে ফুটবল ও জার্সি বিতরণ
দুর্যোগ প্রশমন দিবসে ফেনীতে ভূমিকম্প বিষয়ক মহড়া
খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
১০