চট্টগ্রামে হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদন্ড, একজনের যাবজ্জীবন

বাসস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৭:১৫
ছবি : বাসস

চট্টগ্রাম, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরের ইপিজেড থানার মাহফুজুর রহমান হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

আজ দুপুরে চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ নিশাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বন্দর থানার ওয়াসিল চৌধুরী পাড়ার মো. বেলালের ছেলে তানভীর মো. হৃদয় এবং একই এলাকার শাহাব উদ্দিনের ছেলে তানভীর মো. সজীব। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি কক্সবাজার জেলার চকরিয়া থানার কৈয়ারবিল ইউনিয়নের আবুল কালামের ছেলে মো. আহসান।

রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি এম এ এম আজাদ বলেন, সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত তানভীর মোহাম্মদ সজীব ও মো. হৃদয়কে মৃত্যুদণ্ড দিয়েছেন। তাদের প্রত্যেককে আরও ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপর আসামি আহসানকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয় বলে জানিয়েছেন তিনি।

মামলার নথিমূলে জানা যায়, ২০২০ সালের ১ মে রাত সাড়ে ৯টা থেকে ২ মে সকাল সাড়ে ৯টার মধ্যে নগরের ইপিজেড থানার নিউমুরিং এলাকায় শাহীন শাহ টাওয়ারের পাশ থেকে  মাহফুজুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। আসামিরা তাকে শ্বাসরোধে হত্যা করেন। পরে ঘটনাকে আত্মহত্যা হিসেবে দেখানোর জন্য তার গলায় রশি বেঁধে ভবনের সিঁড়ির গ্রিলের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০২২ সালের ২৫ জানুয়ারি আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরু করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত, আহত ২০
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬
উ.কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান মারা গেছেন
নাসীরুদ্দীন ও জারার নেতৃত্বে এনসিপি’র নির্বাচন পরিচালনা কমিটি
মেক্সিকোতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত ১৩ 
কিশোরগঞ্জের চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, দুইটিতে হোল্ড
গ্রাম আদালত কার্যক্রম পর্যালোচনায় ঝালকাঠিতে অর্ধবার্ষিক সমন্বয় সভা
জুনিয়র বৃত্তি পরীক্ষার বিষয়ে কেন্দ্র সচিবদের প্রতি জরুরি নির্দেশনা
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সফরের সময় আর্টিলারি রকেট নিক্ষেপ উত্তর কোরিয়ার : দক্ষিণ কোরিয়া
পটুয়াখালীতে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ
১০