সাতক্ষীরায় সুদের টাকা নিয়ে সংঘর্ষ, নিহত ১

বাসস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৭:১৩

সাতক্ষীরা, ২৬  আগস্ট, ২০২৫(বাসস) : জেলার শ্যামনগরে সুদের টাকা লেনদেনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত মুজিবর গাজীর মৃত্যু হয়েছে।

আজ  মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এর আগে গতকাল সোমবার সকালে শ্যামনগর উপজেলার সদরের সোনার মোড় মৎস্য আড়ৎ এলাকায় সুদের টাকা লেনদেনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মুজিবার গাজীসহ ৬ জন আহত হন।

নিহত মুজিবর গাজী (৬২) শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর এলাকার মৃত আহাদ আলী গাজীর ছেলে।

স্থানীয়রা জানান, সুদের টাকা লেনদেনের বিরোধকে কেন্দ্র করে গতকাল সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সোনার মোড় মৎস্য আড়ৎ এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মুজিবর গাজী ও অমল সরকারসহ উভয়পক্ষের ৬ জন আহত হন। আহতদেরকে উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুজিবর গাজী ও অমল সরকারের অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মুজিবর গাজী মারা যান।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, উক্ত সংঘর্ষের ঘটনায় গতকাল রাতে আলাউদ্দিন ও সুশান্ত সরকার নামের দুইজন বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। 

এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে তিনি জানান।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ ২০২৫ সালের পাঁচ মাসে প্রায় ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে: বিডা
নোয়াখালীতে ফ্রি চিকিৎসা পেলো বেদে সম্প্রদায়ের মানুষ
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপির ২,২৪৪  মামলা 
চাকসু নির্বাচনের তফসিল ২৮ আগস্ট
এসএ টি২০ লিগের ড্রাফটে বাংলাদেশের ২৩ ক্রিকেটার
জুলাই সনদের স্বার্থকর্তা নির্ভর করবে বাস্তবায়নের ওপর : ড. বদিউল আলম 
বাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডস দলে তিনটি পরিবর্তন
সাংবাদিক হত্যা চেষ্টায় সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লালসহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা
সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে এক বিচারপতির বিষয়ে চূড়ান্ত শুনানী সম্পন্ন
অক্সফোর্ডের ভিজিটিং প্রফেসর হিসেবে নিয়োগ পেলেন জাবি শিক্ষক তারিকুল ইসলাম
১০