বেরোবিতে ‘নিয়ম-রীতি ও র‌্যাগিং প্রতিরোধে’ সেমিনার 

বাসস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৭:২৮
আজ বেরোবিতে ‘নিয়ম-রীতি ও র‌্যাগিং প্রতিরোধে’ সেমিনার । ছবি : বাসস

রংপুর, ২৬ আগস্ট, ২০২৫ ( বাসস) : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৭তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের নিয়ে ‘একাডেমিক নিয়ম-রীতি ও র‌্যাগিং প্রতিরোধ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পরিবহন ছাউনিতে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। এ সময় একাডেমিক নিয়মনীতি মেনে চলার পাশাপাশি সততা বজায় রাখা, পরীক্ষায় অংশগ্রহণ এবং নিয়মিত পাঠ্যাভ্যাস গড়ে তুলতে নবীন শিক্ষার্থীদের প্রতি আহবান জানান উপাচার্য। পড়ালেখার পাশাপাশি এক্সট্রা কারিকুলার এক্টিভিটিসের সঙ্গে সম্পৃক্ত থেকে নিজেদের ক্যারিয়ার গঠনের ব্যাপারে ক্যাম্পাস জীবনের প্রথম থেকেই সচেষ্ট থাকার পরামর্শ দেন তিনি। তিনি আরও বলেন, র‌্যাগিং এর ব্যাপারে বর্তমান প্রশাসন জিরো টলারেন্স ঘোষণা করেছে। নবাগত শিক্ষার্থীরা কোন ধরনের বৈষম্য কিংবা র‌্যাগিং এর শিকার হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাৎক্ষণিকভাবে জানানোর আহবান জানান তিনি।

আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন, আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুল লতিফ ও ড. মো. আব্দুর রকিব। এ কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে ৪ বছর আগে পুত্রবধূ হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই
বাংলাদেশ ২০২৫ সালের পাঁচ মাসে প্রায় ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে: বিডা
নোয়াখালীতে ফ্রি চিকিৎসা পেলো বেদে সম্প্রদায়ের মানুষ
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপির ২,২৪৪  মামলা 
চাকসু নির্বাচনের তফসিল ২৮ আগস্ট
এসএ টি২০ লিগের ড্রাফটে বাংলাদেশের ২৩ ক্রিকেটার
জুলাই সনদের স্বার্থকর্তা নির্ভর করবে বাস্তবায়নের ওপর : ড. বদিউল আলম 
বাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডস দলে তিনটি পরিবর্তন
সাংবাদিক হত্যা চেষ্টায় সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লালসহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা
সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে এক বিচারপতির বিষয়ে চূড়ান্ত শুনানী সম্পন্ন
১০