সুনামগঞ্জে শিশু-কিশোরদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

বাসস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৭:৩৬
শিশু-কিশোরদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ। ছবি : বাসস

সুনামগঞ্জ, ২৬ আগস্ট ২০২৫ (বাসস): সুনামগঞ্জে অসহায় ও দরিদ্র শিশু-কিশোরদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শিশুশ্রম বন্ধে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আজ মঙ্গলবার শহরের ময়নার পয়েন্টে অফিস প্রাঙ্গণে ১২০ শিশু-কিশোরদের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল।

এ সময় তিনি বলেন, বাল্যবিয়ে বন্ধ করতে অভিভাবকদের সচেতন হতে হবে। ওয়ার্ল্ড ভিশনসহ বিভিন্ন এনজিও বাল্যবিয়ে, শিশুশ্রম বন্ধ করতে কাজ করে যাচ্ছে। শিশুদের কাজে না দিয়ে তাদের শিক্ষাগ্রহণের সুযোগ করে দিতে অভিভাবকদের এগিয়ে আসতে হবে। শিশুশ্রম বন্ধ করতে সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে। সকলের ঐক্যের ভিত্তিতে আজকের শিশুদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে পরিবার সমাজ ও দেশ উপকৃত হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগাম ম্যানেজার স্টিপ তাপস চিসিম, সমাজসেবা কর্মকর্তা আবুল হোসেন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ অলি উল্লাহ, সাংবাদিক মো. বুরহান উদ্দিন প্রমুখ।

এ সময় শিশু-কিশোরদের প্রত্যেককে ৫০ কেজি চাল, ২ লিটার তেল, ২ কেজি চিনি, ২ কেজি লবণ ও ২ কেজি ডাল দেওয়া হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে ৪ বছর আগে পুত্রবধূ হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই
বাংলাদেশ ২০২৫ সালের পাঁচ মাসে প্রায় ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে: বিডা
নোয়াখালীতে ফ্রি চিকিৎসা পেলো বেদে সম্প্রদায়ের মানুষ
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপির ২,২৪৪  মামলা 
চাকসু নির্বাচনের তফসিল ২৮ আগস্ট
এসএ টি২০ লিগের ড্রাফটে বাংলাদেশের ২৩ ক্রিকেটার
জুলাই সনদের স্বার্থকর্তা নির্ভর করবে বাস্তবায়নের ওপর : ড. বদিউল আলম 
বাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডস দলে তিনটি পরিবর্তন
সাংবাদিক হত্যা চেষ্টায় সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লালসহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা
সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে এক বিচারপতির বিষয়ে চূড়ান্ত শুনানী সম্পন্ন
১০