খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য কমিটি গঠন

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৫:৪৬
বুধবার বিকেলে শহরের কে ডি ঘোষ রোডে অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

খুলনা, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস) : আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে একটি কমিটি গঠন করেছে দলটির খুলনা জেলা শাখা।

বুধবার বিকেলে শহরের কে ডি ঘোষ রোডে অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু।

এ উপলক্ষে একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। এতে জেলা শাখার যুগ্ম আহ্বায়ক তৈয়বুর রহমানকে আহ্বায়ক ও জেলা যুবদলের আহ্বায়ক এবাদুল হক রুবায়েতকে সদস্য সচিব করা হয়।

সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে- ১ সেপ্টেম্বর বিকেল তিনটায় শিববাড়ি প্রাঙ্গণে মহাসমাবেশ হবে, এরপর ২ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিটি উপজেলায় আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হবে।

এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম শামীম কবির, গাজী তফসীর আহমেদ, জি এম কামরুজ্জামান টুকু ও এনামুল হক সজল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চীনা রাষ্ট্রদূতের সাথে ডাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎ
পূজামন্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মাঠে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রবাসীদের পোস্টাল ভোটিং প্রক্রিয়া প্রকাশ করেছে ইসি
বাংলাদেশকে সক্ষমতা বৃদ্ধি, নীতিগত ধারাবাহিকতা ও বৈশ্বিক সহযোগিতাকে অগ্রাধিকার দিতে হবে: সিপিএ চেয়ারম্যান
খুলনায় তৃণমূল নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ
দেরিতে চিকিৎসা নিতে আসায় ডেঙ্গু রোগীর মৃত্যুর ঝুঁকি বাড়ছে 
রাবি প্রো-ভিসি, প্রক্টরসহ কর্মকর্তাদের লাঞ্ছিতের ঘটনায় ঢাবি সাদা দলের নিন্দা
রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন : ভোটগ্রহণ ১৬ অক্টোবর
চাঁদপুরে ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
পঞ্চমবারের মত সিপিএলে চ্যাম্পিয়ন নাইট রাইডার্স
১০