জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল কোর্সে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি 

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৬:১৪

ঢাকা, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস) : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ (সম্মান) প্রফেশনাল কোর্সে ভর্তিতে আবেদনের সময় বাড়ানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইন প্রাথমিক আবেদনের শেষ দিন আগামী ২৪ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা।  প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন (ভারপ্রাপ্ত) ড. মো. আশেক কবির চৌধুরী স্বাক্ষরিত স্মারকে গতকাল বুধবার এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো।

আগ্রহী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ৮০০/- টাকা কলেজের নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (িি.িহঁ.ধপ.নফ/ধফসরংংরড়হং) এর চৎড়ংঢ়বপঃড়ঁং (চৎড়ভবংংরড়হধষ)/ওসঢ়ড়ৎঃধহঃ ঘড়ঃরপব অপশন থেকে জানা যাবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাশিয়ার হামলায় কিয়েভে ব্রিটিশ কাউন্সিল অফিস ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত’
আগস্টের ২৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ৫.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে 
নির্বাচিত সরকারই দেশকে শৃঙ্খলায় আনতে পারে : পিন্টু
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের অঞ্চল-১’এ যোয়ার হক শীর্ষে
চট্টগ্রামে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও তৈরির দায়ে ৩ লাখ টাকা জরিমানা
দীর্ঘমেয়াদী স্থিতিশীলতায় নিয়মভিত্তিক মুদ্রানীতি প্রণয়ন জরুরি : বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ
জুলাই মাসে বিদেশি ঋণ পরিশোধ ৪৪৬.৬৮ মিলিয়ন ডলার 
সিলেটের মাঠে খেলা বাড়তি সুবিধা হবে : লিটন দাস
বিশ্বকাপের প্রস্তুতিতে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে খেলবে ব্রাজিল
ক্যান্সার হাসপাতালের সাবেক পরিচালকের বিরুদ্ধে দুদকের অভিযান 
১০