চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি আজিজ গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৬:১৯
ছবি : বাসস

চট্টগ্রাম, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস) : নগরীর কর্ণফুলী থানা এলাকায় চাঞ্চল্যকর স্ত্রী হত্যা মামলার পলাতক প্রধান আসামি স্বামী মো.আজিজ মিয়াকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব-৭।

আজ বৃহস্পতিবার র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে লামা থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আজিজ মিয়া বান্দরবানের আলীকদম থানার দক্ষিণ পূর্ব পালং পাড়ার নুরুল হকের ছেলে।

র‌্যাব-৭ জানায়, নিহত কুলসুমা বেগম (৪০) পেশায় একজন গার্মেন্টস কর্মী। তিনি কর্ণফুলী থানাধীন চরপাথরঘাটা এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। গত ৩০ জুলাই কর্মস্থল থেকে বাসায় ফিরলে স্বামী আজিজ মিয়ার সঙ্গে স্ত্রী কুলসুমার ঝগড়া হয়। একপর্যায়ে আজিজ মিয়া বাসায় থাকা ইট দিয়ে স্ত্রীর মাথায় ও শরীরে আঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় কুলসুমাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় মেয়ে বাদি হয়ে কর্ণফুলী থানায় আজিজ মিয়াকে এজাহারনামীয় প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০