চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি আজিজ গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৬:১৯
ছবি : বাসস

চট্টগ্রাম, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস) : নগরীর কর্ণফুলী থানা এলাকায় চাঞ্চল্যকর স্ত্রী হত্যা মামলার পলাতক প্রধান আসামি স্বামী মো.আজিজ মিয়াকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব-৭।

আজ বৃহস্পতিবার র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে লামা থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আজিজ মিয়া বান্দরবানের আলীকদম থানার দক্ষিণ পূর্ব পালং পাড়ার নুরুল হকের ছেলে।

র‌্যাব-৭ জানায়, নিহত কুলসুমা বেগম (৪০) পেশায় একজন গার্মেন্টস কর্মী। তিনি কর্ণফুলী থানাধীন চরপাথরঘাটা এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। গত ৩০ জুলাই কর্মস্থল থেকে বাসায় ফিরলে স্বামী আজিজ মিয়ার সঙ্গে স্ত্রী কুলসুমার ঝগড়া হয়। একপর্যায়ে আজিজ মিয়া বাসায় থাকা ইট দিয়ে স্ত্রীর মাথায় ও শরীরে আঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় কুলসুমাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় মেয়ে বাদি হয়ে কর্ণফুলী থানায় আজিজ মিয়াকে এজাহারনামীয় প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চীনা রাষ্ট্রদূতের সাথে ডাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎ
পূজামন্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মাঠে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রবাসীদের পোস্টাল ভোটিং প্রক্রিয়া প্রকাশ করেছে ইসি
বাংলাদেশকে সক্ষমতা বৃদ্ধি, নীতিগত ধারাবাহিকতা ও বৈশ্বিক সহযোগিতাকে অগ্রাধিকার দিতে হবে: সিপিএ চেয়ারম্যান
খুলনায় তৃণমূল নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ
দেরিতে চিকিৎসা নিতে আসায় ডেঙ্গু রোগীর মৃত্যুর ঝুঁকি বাড়ছে 
রাবি প্রো-ভিসি, প্রক্টরসহ কর্মকর্তাদের লাঞ্ছিতের ঘটনায় ঢাবি সাদা দলের নিন্দা
রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন : ভোটগ্রহণ ১৬ অক্টোবর
চাঁদপুরে ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
পঞ্চমবারের মত সিপিএলে চ্যাম্পিয়ন নাইট রাইডার্স
১০