আরএমপির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৬:২৫

রাজশাহী, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস): রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বেলা ১১টায় রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে এ  সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। সভায় পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা, অভিজ্ঞতা ও কল্যাণ-সংক্রান্ত প্রস্তাবনা উপস্থাপন করেন। পুলিশ কমিশনার সদস্যদের প্রস্তাবগুলো শুনে তা যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সভা শেষে অবসরপ্রাপ্ত পুলিশ ও নন-পুলিশ সদস্যদের বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বিদায় সংবর্ধনা গ্রহণ করেন ২ জন এএসআই, ১ জন নায়েক, ৮ জন কনস্টেবল ও ১ জন সহকারী বাবুর্চি। 

পুলিশ কমিশনার তাদের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং অবসরোত্তর জীবনের সুস্বাস্থ্য কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০