আরএমপির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৬:২৫

রাজশাহী, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস): রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বেলা ১১টায় রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে এ  সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। সভায় পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা, অভিজ্ঞতা ও কল্যাণ-সংক্রান্ত প্রস্তাবনা উপস্থাপন করেন। পুলিশ কমিশনার সদস্যদের প্রস্তাবগুলো শুনে তা যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সভা শেষে অবসরপ্রাপ্ত পুলিশ ও নন-পুলিশ সদস্যদের বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বিদায় সংবর্ধনা গ্রহণ করেন ২ জন এএসআই, ১ জন নায়েক, ৮ জন কনস্টেবল ও ১ জন সহকারী বাবুর্চি। 

পুলিশ কমিশনার তাদের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং অবসরোত্তর জীবনের সুস্বাস্থ্য কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত নতুন বাংলাদেশকে সঠিকভাবে পুনর্গঠন করতে হবে : গোলাম পরওয়ার
রমনা বিভাগের ডিসি মাসুদকে নিয়ে এআই প্রযুক্তির বিভ্রান্তিকর ছবি, ডিএমপির প্রতিবাদ
সচিব হলেন মঈন উদ্দিন আহমেদ
উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬২ কর্মকর্তা
নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ে আগামী মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে ইসি
জাপানের স্বেচ্ছাসেবক নার্স পাচ্ছেন ‘ফরেন মিনিস্টারস কমেনডেশন’
হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা চলছে বেগম খালেদা জিয়ার
দক্ষিণ সুদানে নৌবাহিনীর ১৯৯ সদস্য পেয়েছেন শান্তিরক্ষা পদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির কর্মপরিকল্পনা
নেপাল-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি নিয়ে বৈঠক অনুষ্ঠিত
১০