কোটালীপাড়া মহিলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৬:৪০ আপডেট: : ২৮ আগস্ট ২০২৫, ১৬:৫০
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার। ছবি : বাসস

গোপালগঞ্জ, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস): গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাফেজা বেগমকে (৬৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাফেজা উপজেলার গচাপাড়া গ্রামের মৃত আজিজ শেখের স্ত্রী ও গোপালপুর গ্রামের মৃত বারেক হাওলাদারের মেয়ে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাফেজা বেগমকে উপজেলার ওয়াবদার হাটে কোটালীপাড়া-পয়সারহাট মহাসড়কের ওপর গাছ ফেলে নাশকতা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গতবছরের ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার এলাকায় মহাসড়কের ওপর গাছ ফেলে দেশীয় অস্ত্র নিয়ে যানবাহন চলাচলে বাঁধা সৃষ্টি করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে দায়িত্বরত পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় তারা। 

এ ঘটনায় পুলিশ ১৫৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১৫০০ জনকে আসামি করে কোটালীপাড়া থানায় মামলা করে। 

ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, এ মামলায় ৫৩ জন আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০