বেগম খালেদা জিয়াই জাতিকে ঐক্যবদ্ধ করতে পারেন : রাজিব আহসান

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৭:১২
ছবি : বাসস

সিরাজগঞ্জ, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস) : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান বলছেন, দেশ ও জাতির সকল ক্রান্তিকালে সুশীল সমাজসহ সকল শেণি পেশার মানুষের এখনো আস্থা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওপর। দেশপ্রেমিক জনগণ বিশ্বাস করেন, বেগম খালেদা জিয়াই জাতিকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষমতা রাখেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই ফ্যাসিস্ট গণহত্যাকারী পতিত সরকারের দুর্নীতি লুটপাটের ধ্বংসস্তুপ থেকে দেশে উন্নতির শিখরে নিতে পারবেন। 

আজ বৃহস্পতিবার সিরাজগঞ্জের পৌর ভাসানী মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসব কথা বলেন। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, অন্যায় করলে সকল ত্যাগ তিতিক্ষা বৃথা যাবে, কর্মী ও জনগণের ভালোবাসায় নেতা হতে হবে, কোন জুলুমবাজের ঠিকানা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলে হবে না।

সভায় শুভেচ্ছা বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু। 

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েসের সভাপতিত্বে তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী, সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান হাবিব উজ্জল ও সদস্য সচিব মিলন হক রঞ্জুর যৌথ পরিচালনা আরও বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলী জোয়ারদার, তানভীর সাকিল,আবদুল বারী ও লিমন তালুকদার। সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের ১৮ ইউনিটের নেতাকর্মীরা অংশ নিয়ে ইউনিয়ন পর্যায় থেকে থানা, পৌরসভা, উপজেলা ও জেলার রিপোর্ট উপস্থাপন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০