নাসিকের ৭৭৫ কোটি ৩৩ লাখ টাকার বাজেট ঘোষণা

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৭:২৫
ছবি : বাসস

নারায়ণগঞ্জ, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস) : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব ও উন্নয়ন খাতে সাতশ ৭৫ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার ১৫৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে নগরভবনের মিলনায়তনে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এএইচএম কামরুজ্জামান এ বাজেট ঘোষণা করেন।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট সাতশ ৭৫ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার ১৫৮ টাকা আয় এবং মোট ছয়শ ৭৮ কোটি ১৩ লাখ ৫৭ হাজার ১৩৮ টাকা ব্যয় ধরা হয়েছে। বছর শেষে ঘোষিত বাজেটে ৯৬ কোটি ৪০ লাখ ২১ হাজার ১৯ টাকা উদ্বৃত্ত থাকবে।

নাসিকের প্রশাসক বাজেট প্রসঙ্গে বলেন, এ অর্থ বছরে বাজেটে ব্যয় সংকোচন নীতি অনুসরণ করা হচ্ছে। তবে উন্নয়ন খাতে আগের মতোই সর্বোচ্চ বরাদ্দ থাকবে। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে অপ্রয়োজনীয় ব্যয় সংকোচন করে অবকাঠামো উন্নয়ন, পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, প্রাথমিক স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সংস্কৃতির প্রসার, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, যানজট নিরসন, ক্রীড়া উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন,  সড়ক বাতির উন্নয়ন এবং তথ্য-প্রযুক্তি নির্ভর নাগরিক সুবিধাদি ও সেবার মান উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে।  

ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে নগরবাসীকে সচেতন থাকতে অনুরোধ করে প্রশাসক বলেন, সিটি করপোরেশন নিয়মিত মশক নিধন কার্যক্রম চালালেও বাসা-বাড়ি ও আঙ্গিনা পরিস্কার রাখা নাগরিকদের দায়িত্ব। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ৩৪টি স্ট্রিট মেমোরি স্ট্যাম্প স্থাপন, চারটি কবর সংরক্ষণসহ নানা উন্নয়ন কাজ চলছে।

নগরবাসীর সহযোগিতা কামনা করে নারায়ণগঞ্জকে সিটি ভিশন হিসেবে পরিবেশবান্ধব, স্বাস্থ্যকর, নিরাপদ এবং দারিদ্রমুক্ত, পরিকল্পিত নগর গঠনে নগরবাসীকে সময়মত হোল্ডিং ট্যাক্স পরিশোধ করার আহ্বান জানান প্রশাসক।

এ সময় নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, সচিব নূর কুতুবুল আলম, সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলরগণ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ  বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গত এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৯১
লন্ডন থেকে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া
ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত নতুন বাংলাদেশকে সঠিকভাবে পুনর্গঠন করতে হবে : গোলাম পরওয়ার
রমনা বিভাগের ডিসি মাসুদকে নিয়ে এআই প্রযুক্তির বিভ্রান্তিকর ছবি, ডিএমপির প্রতিবাদ
সচিব হলেন মঈন উদ্দিন আহমেদ
উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬২ কর্মকর্তা
নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ে আগামী মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে ইসি
জাপানের স্বেচ্ছাসেবক নার্স পাচ্ছেন ‘ফরেন মিনিস্টারস কমেনডেশন’
হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা চলছে বেগম খালেদা জিয়ার
১০