সুনামগঞ্জে বালু উত্তোলনে সাজাপ্রাপ্ত ৫ জন কারাগারে 

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৭:২৯

সুনামগঞ্জ, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস): সুনামগঞ্জের তাহিরপুরে শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে সাজাপ্রাপ্ত পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার ওই পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালত ১০ দিনের কারাদণ্ড দেন। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ আলম সান্তনু।

ওইদিন দুপুরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর নদীতে এ অভিযান চালানো হয়। 

তথ্য নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, বদরপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে ফজর আলী (৫০), আমবাড়ি গ্রামের আলাকজ মিয়ার ছেলে আব্দুর রশিদ (৩১), হলহলিয়া (চরগাও) গ্রামের আব্দুল হাইর ছেলে মিস্টার নুর (২৮), আমতৈল গ্রামের জহির আলীর ছেলে মিয়া চান (২২) ও মৃত কালা মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (২৮)। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গত এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৯১
লন্ডন থেকে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া
ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত নতুন বাংলাদেশকে সঠিকভাবে পুনর্গঠন করতে হবে : গোলাম পরওয়ার
রমনা বিভাগের ডিসি মাসুদকে নিয়ে এআই প্রযুক্তির বিভ্রান্তিকর ছবি, ডিএমপির প্রতিবাদ
সচিব হলেন মঈন উদ্দিন আহমেদ
উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬২ কর্মকর্তা
নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ে আগামী মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে ইসি
জাপানের স্বেচ্ছাসেবক নার্স পাচ্ছেন ‘ফরেন মিনিস্টারস কমেনডেশন’
হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা চলছে বেগম খালেদা জিয়ার
১০