জিকে গউছ হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি 

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৭:৩৩
বিএনপি নেতা জিকে গউছ। ছবি : বাসস

হবিগঞ্জ, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস) : কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন। আগামী ৬ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় তার মনোনয়ন যাচাই-বাচাই শেষে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন এ ঘোষনা দেন।

তিনি বলেন, একক প্রার্থী জিকে গউছের মনোনয়ন বৈধ হওয়ায় ও বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার না করায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এখন নির্বাচন অনুষ্ঠিত হবে সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে। এ ৪টি পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন সিনিয়র সহ-সভাপতি পদে হাজী নুরুল ইসলাম ও আকদ্দুছ হোসেন তালুকদার; সাধারণ সম্পাদক পদে এনামুল হক সেলিম, গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, মিজানুর রহমান চৌধুরী; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাজী এনামুল হক ও জাকির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ রিয়াজ উদ্দিন, শাহ সালা উদ্দিন আহমেদ টিটু, জহিরুল হক শরীফ ও আকতার সফিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গত এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৯১
লন্ডন থেকে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া
ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত নতুন বাংলাদেশকে সঠিকভাবে পুনর্গঠন করতে হবে : গোলাম পরওয়ার
রমনা বিভাগের ডিসি মাসুদকে নিয়ে এআই প্রযুক্তির বিভ্রান্তিকর ছবি, ডিএমপির প্রতিবাদ
সচিব হলেন মঈন উদ্দিন আহমেদ
উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬২ কর্মকর্তা
নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ে আগামী মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে ইসি
জাপানের স্বেচ্ছাসেবক নার্স পাচ্ছেন ‘ফরেন মিনিস্টারস কমেনডেশন’
হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা চলছে বেগম খালেদা জিয়ার
১০