হবিগঞ্জ, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস) : কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন। আগামী ৬ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় তার মনোনয়ন যাচাই-বাচাই শেষে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন এ ঘোষনা দেন।
তিনি বলেন, একক প্রার্থী জিকে গউছের মনোনয়ন বৈধ হওয়ায় ও বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার না করায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এখন নির্বাচন অনুষ্ঠিত হবে সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে। এ ৪টি পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন সিনিয়র সহ-সভাপতি পদে হাজী নুরুল ইসলাম ও আকদ্দুছ হোসেন তালুকদার; সাধারণ সম্পাদক পদে এনামুল হক সেলিম, গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, মিজানুর রহমান চৌধুরী; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাজী এনামুল হক ও জাকির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ রিয়াজ উদ্দিন, শাহ সালা উদ্দিন আহমেদ টিটু, জহিরুল হক শরীফ ও আকতার সফিক।