জিকে গউছ হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি 

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৭:৩৩
বিএনপি নেতা জিকে গউছ। ছবি : বাসস

হবিগঞ্জ, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস) : কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন। আগামী ৬ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় তার মনোনয়ন যাচাই-বাচাই শেষে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন এ ঘোষনা দেন।

তিনি বলেন, একক প্রার্থী জিকে গউছের মনোনয়ন বৈধ হওয়ায় ও বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার না করায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এখন নির্বাচন অনুষ্ঠিত হবে সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে। এ ৪টি পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন সিনিয়র সহ-সভাপতি পদে হাজী নুরুল ইসলাম ও আকদ্দুছ হোসেন তালুকদার; সাধারণ সম্পাদক পদে এনামুল হক সেলিম, গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, মিজানুর রহমান চৌধুরী; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাজী এনামুল হক ও জাকির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ রিয়াজ উদ্দিন, শাহ সালা উদ্দিন আহমেদ টিটু, জহিরুল হক শরীফ ও আকতার সফিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনা জেলা বিএনপির ২ দিনের কর্মসূচি
গাবতলীতে খালেদা জিয়ার পক্ষে গণসংযোগে মানুষের ঢল
মানুষকে মানব সম্পদে পরিণত করবো : নূরুল ইসলাম মণি
টাঙ্গাইলের ৭টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
খুলনার ৫টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, একটিতে হোল্ড
খুবিতে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন শীর্ষক প্রশিক্ষণ 
ধানের শীষে এ্যানিকে মনোনীত করায় লক্ষ্মীপুরে আনন্দ মিছিল
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ৭ম দিনের আপিল শুনানি চলছে
নেত্রকোণায় ৩৫ বছরের শিক্ষকতা শেষে শিক্ষিকা পেলেন রাজকীয় সংবর্ধনা
বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও বৃত্তি পরীক্ষা দিতে পারবে: হাইকোর্ট
১০