জিকে গউছ হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি 

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৭:৩৩
বিএনপি নেতা জিকে গউছ। ছবি : বাসস

হবিগঞ্জ, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস) : কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন। আগামী ৬ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় তার মনোনয়ন যাচাই-বাচাই শেষে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন এ ঘোষনা দেন।

তিনি বলেন, একক প্রার্থী জিকে গউছের মনোনয়ন বৈধ হওয়ায় ও বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার না করায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এখন নির্বাচন অনুষ্ঠিত হবে সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে। এ ৪টি পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন সিনিয়র সহ-সভাপতি পদে হাজী নুরুল ইসলাম ও আকদ্দুছ হোসেন তালুকদার; সাধারণ সম্পাদক পদে এনামুল হক সেলিম, গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, মিজানুর রহমান চৌধুরী; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাজী এনামুল হক ও জাকির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ রিয়াজ উদ্দিন, শাহ সালা উদ্দিন আহমেদ টিটু, জহিরুল হক শরীফ ও আকতার সফিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০