ফটিকছড়িতে যুক্তরাষ্ট্রের তৈরি রিভলবার, গুলি ও ম্যাগজিন উদ্ধার

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৮:১৯
চট্টগ্রামের ফটিকছড়িতে যুক্তরাষ্ট্রের তৈরি রিভলবার, গুলি ও ম্যাগজিন উদ্ধার। ছবি: বাসস

চট্টগ্রাম, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের ফটিকছড়িতে যুক্তরাষ্ট্রের তৈরি একটি রিভলভার, তিনটি গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিকেল ৩ টায় পৌরসভার চৌমুহনী বাজার নারায়ণ টেইলারিং শপ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।’

ওসি বলেন, পৌর সদরের চৌমুহনী বাজার এলাকায় কিছু দুষ্কৃতকারী অস্ত্র নিয়ে অবস্থান করছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন যুবক দৌড়ে পালানোর সময় নারায়ণ টেইলারিং শপে অস্ত্রগুলো ফেলে চলে যায়। দৌড়ে পালানোর সময় পুলিশ শাকিল নামে একজনকে আটকের চেষ্টা করলে তিনি হাতাহাতি করে দৌড়ে পালিয়ে যান। 

তিনি আরো বলেন, পরে নারায়ণ টেইলারিং শপে অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি একটি রিভলভার, তিনটি বুলেট ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ২৪.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে
নগরজীবনের মানোন্নয়নে অভ্যন্তরীণ সহযোগিতা ও স্থানীয় অংশীদারিত্ব জোরদার করবে এডিবি
সুকুক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন ড. আনিসুজ্জামান
মেজর জেনারেল মেসবাহউদ্দিন আহমেদ চা বোর্ডের নতুন চেয়ারম্যান
আর্থিক চাহিদা পূরণে পুঁজিবাজার থেকে তহবিল সংগ্রহের আহ্বান অর্থ উপদেষ্টার
সিরাজগঞ্জ সরকারি কলেজে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা
আপিল বিভাগের অবকাশকালীন বেঞ্চে বিচারপতি ফারাহ মাহবুব মনোনীত
পাকিস্তানের সীমান্ত এলাকায় বিমান হামলায় নিহত ২৩: পুলিশ, নিরাপত্তা সূত্র
নওগাঁয় শিক্ষার্থীদের স্কুলমুখী করতে অর্থ সহায়তা
ক্যান্সার প্রতিরোধে দিনাজপুরে সচেতনতামূলক সেমিনার
১০