শেরপুরে তৃতীয় লিঙ্গের মানুষের জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ 

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৮:৫১
আজ শেরপুরে তৃতীয় লিঙ্গের মানুষের জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ । ছবি : বাসস

শেরপুর, ২৮ আগস্ট ২০২৫ (বাসস): শেরপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ১২ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় জেলা প্রশাসনের তুলশীমালা ট্রেনিং কাম-কম্পিউটার ল্যাবে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথভাবে এ আয়োজন করছে।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার হিজড়া জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে নানা কর্মসূচি হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় এই প্রশিক্ষণ কর্মসূচি অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের স্বনির্ভরতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করবে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সিহাব বিন আমিনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ২৪.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে
নগরজীবনের মানোন্নয়নে অভ্যন্তরীণ সহযোগিতা ও স্থানীয় অংশীদারিত্ব জোরদার করবে এডিবি
সুকুক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন ড. আনিসুজ্জামান
মেজর জেনারেল মেসবাহউদ্দিন আহমেদ চা বোর্ডের নতুন চেয়ারম্যান
আর্থিক চাহিদা পূরণে পুঁজিবাজার থেকে তহবিল সংগ্রহের আহ্বান অর্থ উপদেষ্টার
সিরাজগঞ্জ সরকারি কলেজে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা
আপিল বিভাগের অবকাশকালীন বেঞ্চে বিচারপতি ফারাহ মাহবুব মনোনীত
পাকিস্তানের সীমান্ত এলাকায় বিমান হামলায় নিহত ২৩: পুলিশ, নিরাপত্তা সূত্র
নওগাঁয় শিক্ষার্থীদের স্কুলমুখী করতে অর্থ সহায়তা
ক্যান্সার প্রতিরোধে দিনাজপুরে সচেতনতামূলক সেমিনার
১০