কক্সবাজারে সাংবাদিকদের সঙ্গে বিজিবির মতবিনিময়

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৯:০৫
আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারে সাংবাদিকদের সঙ্গে বিজিবির মতবিনিময়। ছবি : বাসস

কক্সবাজার, ২৮ আগস্ট ২০২৫ (বাসস): বাংলাদেশের ভূখণ্ডে কোনো সন্ত্রাসী তৎপরতা চালাতে দেওয়া হবে না। সীমান্তে সব ধরনের অপতৎরতা কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন কক্সবাজার বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমদ।

আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের রামু বিজিবি সেক্টর সদর দপ্তরে  সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, আহত ও অসহায় কিছু রোহিঙ্গার অবস্থা দেখে মানবিকতার খাতিরে তাদের ঢুকতে দেওয়া হয়েছে। তবে সীমান্ত সুরক্ষায় আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করছি। মাদক ও অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি চলছে।

তিনি বলেন, সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে সরকার বিজিবিতে জনবল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

আরাকান আর্মির কাছে জিম্মি থাকা বাংলাদেশি জেলেদের প্রসঙ্গে কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, এ পর্যন্ত ৫১ জেলে তাদের কাছে জিম্মি আছে। যদিও তাদের সঙ্গে আমাদের অফিসিয়াল যোগাযোগ নেই, তবে আনঅফিসিয়াল যোগাযোগ চলছে। আমরা তাদের ওপর চাপ প্রয়োগ করছি, যেন আর কোনো জেলে অপহরণের শিকার না হয়।

তিনি জেলেদের উদ্দেশে বলেন, সাগরে মাছ ধরতে গেলে অবশ্যই নির্ধারিত জলসীমা মেনে চলতে হবে। 

অসচেতনতা এবং কিছু চোরাকারবারির সহায়তায় সীমান্ত অতিক্রমের কারণে অনেক সময় তারা ঝুঁকিতে পড়ছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ২৪.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে
নগরজীবনের মানোন্নয়নে অভ্যন্তরীণ সহযোগিতা ও স্থানীয় অংশীদারিত্ব জোরদার করবে এডিবি
সুকুক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন ড. আনিসুজ্জামান
মেজর জেনারেল মেসবাহউদ্দিন আহমেদ চা বোর্ডের নতুন চেয়ারম্যান
আর্থিক চাহিদা পূরণে পুঁজিবাজার থেকে তহবিল সংগ্রহের আহ্বান অর্থ উপদেষ্টার
সিরাজগঞ্জ সরকারি কলেজে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা
আপিল বিভাগের অবকাশকালীন বেঞ্চে বিচারপতি ফারাহ মাহবুব মনোনীত
পাকিস্তানের সীমান্ত এলাকায় বিমান হামলায় নিহত ২৩: পুলিশ, নিরাপত্তা সূত্র
নওগাঁয় শিক্ষার্থীদের স্কুলমুখী করতে অর্থ সহায়তা
ক্যান্সার প্রতিরোধে দিনাজপুরে সচেতনতামূলক সেমিনার
১০