চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেফতার ২

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ২০:০১

চট্টগ্রাম, ২৮ আগস্ট ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরের ইপিজেড থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বাগেরহাটের মোংলা থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয় বলে মহানগর গোয়েন্দা পুলিশ উত্তর জোনের উপকমিশনার মো. হাবিবুর রহমান নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন, বাগেরহাটের মোংলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আবদুল জলিলের ছেলে এন. এইচ. মানিক (৪২) ও একই থানার আবদুল মোতালেবের ছেলে মো. কামাল (৪৩)। 

ডিবি জানায়, গ্রেফতার এন. এইচ. মানিক চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় থাকেন। গত মঙ্গলবার ইপিজেড থানার মাইলের মাথা ডাস্টবিন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার কাছে ইপিজেড থানা থেকে লুণ্ঠিত একটি পিস্তল রয়েছে। তবে, সেটি তিনি বাগেরহাটের মোংলায় এক বন্ধুর কাছে রেখেছেন। তাকে সঙ্গে নিয়ে ডিবি বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে মানিকের বন্ধু কামালকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত থেকে ইপিজেড থানার লুট হওয়া একটি পিস্তল ও ৮ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।

মহানগর গোয়েন্দা পুলিশ উত্তর জোনের উপকমিশনার মো. হাবিবুর রহমান বলেন, ‘গত বছরের ৫ আগস্ট ইপিজেড থানা থেকে ৭.৬২ বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলি লুট করে নিয়ে যায়। গ্রেফতার কামালের হেফাজত থেকে সচল ৭.৬২ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তাদের দু’জনকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত নতুন বাংলাদেশকে সঠিকভাবে পুনর্গঠন করতে হবে : গোলাম পরওয়ার
রমনা বিভাগের ডিসি মাসুদকে নিয়ে এআই প্রযুক্তির বিভ্রান্তিকর ছবি, ডিএমপির প্রতিবাদ
সচিব হলেন মঈন উদ্দিন আহমেদ
উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬২ কর্মকর্তা
নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ে আগামী মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে ইসি
জাপানের স্বেচ্ছাসেবক নার্স পাচ্ছেন ‘ফরেন মিনিস্টারস কমেনডেশন’
হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা চলছে বেগম খালেদা জিয়ার
দক্ষিণ সুদানে নৌবাহিনীর ১৯৯ সদস্য পেয়েছেন শান্তিরক্ষা পদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির কর্মপরিকল্পনা
নেপাল-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি নিয়ে বৈঠক অনুষ্ঠিত
১০