চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেফতার ২

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ২০:০১

চট্টগ্রাম, ২৮ আগস্ট ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরের ইপিজেড থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বাগেরহাটের মোংলা থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয় বলে মহানগর গোয়েন্দা পুলিশ উত্তর জোনের উপকমিশনার মো. হাবিবুর রহমান নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন, বাগেরহাটের মোংলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আবদুল জলিলের ছেলে এন. এইচ. মানিক (৪২) ও একই থানার আবদুল মোতালেবের ছেলে মো. কামাল (৪৩)। 

ডিবি জানায়, গ্রেফতার এন. এইচ. মানিক চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় থাকেন। গত মঙ্গলবার ইপিজেড থানার মাইলের মাথা ডাস্টবিন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার কাছে ইপিজেড থানা থেকে লুণ্ঠিত একটি পিস্তল রয়েছে। তবে, সেটি তিনি বাগেরহাটের মোংলায় এক বন্ধুর কাছে রেখেছেন। তাকে সঙ্গে নিয়ে ডিবি বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে মানিকের বন্ধু কামালকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত থেকে ইপিজেড থানার লুট হওয়া একটি পিস্তল ও ৮ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।

মহানগর গোয়েন্দা পুলিশ উত্তর জোনের উপকমিশনার মো. হাবিবুর রহমান বলেন, ‘গত বছরের ৫ আগস্ট ইপিজেড থানা থেকে ৭.৬২ বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলি লুট করে নিয়ে যায়। গ্রেফতার কামালের হেফাজত থেকে সচল ৭.৬২ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তাদের দু’জনকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাবতলীতে খালেদা জিয়ার পক্ষে গণসংযোগে মানুষের ঢল
মানুষকে মানব সম্পদে পরিণত করবো : নূরুল ইসলাম মণি
টাঙ্গাইলের ৭টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
খুলনার ৫টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, একটিতে হোল্ড
খুবিতে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন শীর্ষক প্রশিক্ষণ 
ধানের শীষে এ্যানিকে মনোনীত করায় লক্ষ্মীপুরে আনন্দ মিছিল
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ৭ম দিনের আপিল শুনানি চলছে
নেত্রকোণায় ৩৫ বছরের শিক্ষকতা শেষে শিক্ষিকা পেলেন রাজকীয় সংবর্ধনা
বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও বৃত্তি পরীক্ষা দিতে পারবে: হাইকোর্ট
চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
১০