চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেফতার ২

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ২০:০১

চট্টগ্রাম, ২৮ আগস্ট ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরের ইপিজেড থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বাগেরহাটের মোংলা থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয় বলে মহানগর গোয়েন্দা পুলিশ উত্তর জোনের উপকমিশনার মো. হাবিবুর রহমান নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন, বাগেরহাটের মোংলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আবদুল জলিলের ছেলে এন. এইচ. মানিক (৪২) ও একই থানার আবদুল মোতালেবের ছেলে মো. কামাল (৪৩)। 

ডিবি জানায়, গ্রেফতার এন. এইচ. মানিক চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় থাকেন। গত মঙ্গলবার ইপিজেড থানার মাইলের মাথা ডাস্টবিন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার কাছে ইপিজেড থানা থেকে লুণ্ঠিত একটি পিস্তল রয়েছে। তবে, সেটি তিনি বাগেরহাটের মোংলায় এক বন্ধুর কাছে রেখেছেন। তাকে সঙ্গে নিয়ে ডিবি বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে মানিকের বন্ধু কামালকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত থেকে ইপিজেড থানার লুট হওয়া একটি পিস্তল ও ৮ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।

মহানগর গোয়েন্দা পুলিশ উত্তর জোনের উপকমিশনার মো. হাবিবুর রহমান বলেন, ‘গত বছরের ৫ আগস্ট ইপিজেড থানা থেকে ৭.৬২ বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলি লুট করে নিয়ে যায়। গ্রেফতার কামালের হেফাজত থেকে সচল ৭.৬২ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তাদের দু’জনকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ২৪.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে
নগরজীবনের মানোন্নয়নে অভ্যন্তরীণ সহযোগিতা ও স্থানীয় অংশীদারিত্ব জোরদার করবে এডিবি
সুকুক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন ড. আনিসুজ্জামান
মেজর জেনারেল মেসবাহউদ্দিন আহমেদ চা বোর্ডের নতুন চেয়ারম্যান
আর্থিক চাহিদা পূরণে পুঁজিবাজার থেকে তহবিল সংগ্রহের আহ্বান অর্থ উপদেষ্টার
সিরাজগঞ্জ সরকারি কলেজে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা
আপিল বিভাগের অবকাশকালীন বেঞ্চে বিচারপতি ফারাহ মাহবুব মনোনীত
পাকিস্তানের সীমান্ত এলাকায় বিমান হামলায় নিহত ২৩: পুলিশ, নিরাপত্তা সূত্র
নওগাঁয় শিক্ষার্থীদের স্কুলমুখী করতে অর্থ সহায়তা
ক্যান্সার প্রতিরোধে দিনাজপুরে সচেতনতামূলক সেমিনার
১০