সাতক্ষীরায় অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা  

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ২০:১৩
সাতক্ষীরার শ্যামনগরে কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে জরিমানা । ছবি : বাসস 

সাতক্ষীরা, ২৮ আগস্ট ২০২৫ (বাসস): সাতক্ষীরার শ্যামনগরে কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে দুইজনকে জরিমানা করা হয়েছে। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি বাল্কহেড জব্দ করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বুড়িগোয়ালিনী নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা এ অভিযান চালান। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়। 

শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন আদালত পরিচালনা করেন। 

ওই দুজন হলেন, উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের ঘোলা গ্রামের ইউসুফ শেখের ছেলে ওয়েজ কুরুনি (৪০) ও ইউনুস শেখের ছেলে মনিরুল ইসলাম (৩৫)।

বুড়ি গোয়ালিনী নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুজ্জামানের জানান, তার নেতৃত্বে নৌপুলিশ ফাড়ির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে কপোতাক্ষ নদীতে অভিযান চালায়। এসময় কপোতাক্ষ নদের পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালীর গলাকাটা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে বালুবাহী বাল্কহেডসহ ওই দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ২৪.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে
নগরজীবনের মানোন্নয়নে অভ্যন্তরীণ সহযোগিতা ও স্থানীয় অংশীদারিত্ব জোরদার করবে এডিবি
সুকুক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন ড. আনিসুজ্জামান
মেজর জেনারেল মেসবাহউদ্দিন আহমেদ চা বোর্ডের নতুন চেয়ারম্যান
আর্থিক চাহিদা পূরণে পুঁজিবাজার থেকে তহবিল সংগ্রহের আহ্বান অর্থ উপদেষ্টার
সিরাজগঞ্জ সরকারি কলেজে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা
আপিল বিভাগের অবকাশকালীন বেঞ্চে বিচারপতি ফারাহ মাহবুব মনোনীত
পাকিস্তানের সীমান্ত এলাকায় বিমান হামলায় নিহত ২৩: পুলিশ, নিরাপত্তা সূত্র
নওগাঁয় শিক্ষার্থীদের স্কুলমুখী করতে অর্থ সহায়তা
ক্যান্সার প্রতিরোধে দিনাজপুরে সচেতনতামূলক সেমিনার
১০