সাতক্ষীরায় অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা  

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ২০:১৩
সাতক্ষীরার শ্যামনগরে কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে জরিমানা । ছবি : বাসস 

সাতক্ষীরা, ২৮ আগস্ট ২০২৫ (বাসস): সাতক্ষীরার শ্যামনগরে কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে দুইজনকে জরিমানা করা হয়েছে। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি বাল্কহেড জব্দ করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বুড়িগোয়ালিনী নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা এ অভিযান চালান। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়। 

শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন আদালত পরিচালনা করেন। 

ওই দুজন হলেন, উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের ঘোলা গ্রামের ইউসুফ শেখের ছেলে ওয়েজ কুরুনি (৪০) ও ইউনুস শেখের ছেলে মনিরুল ইসলাম (৩৫)।

বুড়ি গোয়ালিনী নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুজ্জামানের জানান, তার নেতৃত্বে নৌপুলিশ ফাড়ির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে কপোতাক্ষ নদীতে অভিযান চালায়। এসময় কপোতাক্ষ নদের পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালীর গলাকাটা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে বালুবাহী বাল্কহেডসহ ওই দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনা জেলা বিএনপির ২ দিনের কর্মসূচি
গাবতলীতে খালেদা জিয়ার পক্ষে গণসংযোগে মানুষের ঢল
মানুষকে মানব সম্পদে পরিণত করবো : নূরুল ইসলাম মণি
টাঙ্গাইলের ৭টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
খুলনার ৫টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, একটিতে হোল্ড
খুবিতে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন শীর্ষক প্রশিক্ষণ 
ধানের শীষে এ্যানিকে মনোনীত করায় লক্ষ্মীপুরে আনন্দ মিছিল
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ৭ম দিনের আপিল শুনানি চলছে
নেত্রকোণায় ৩৫ বছরের শিক্ষকতা শেষে শিক্ষিকা পেলেন রাজকীয় সংবর্ধনা
বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও বৃত্তি পরীক্ষা দিতে পারবে: হাইকোর্ট
১০