নির্বাচিত সরকারই দেশকে শৃঙ্খলায় আনতে পারে : পিন্টু

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ২০:৪১
টাঙ্গাইলে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করার পর সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। ছবি: বাসস

টাঙ্গাইল, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস) :  বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু আজ বলেছেন, কেবলমাত্র একটি নির্বাচিত সরকারই দেশকে শৃঙ্খলাপূর্ণ অবস্থায় আনতে পারে।

তিনি বলেন, ‘অনেকেই আসন্ন জাতীয় নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে। তারা নির্বাচন বিলম্বিত করতে চাইছে, কিন্তু মনে রাখতে হবে, কেবল একটি নির্বাচিত সরকারই দেশকে শৃঙ্খলায় আনতে পারে। নির্বাচন ছাড়া এই দেশের পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে।’

বিএনপি নেতা জেলার ভুয়াপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মচারী এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘যেই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বা চক্রান্ত করুক না কেন, বাংলাদেশের জনগণ অন্তত সচেতন। আমরা সময়মতো নির্বাচন অনুষ্ঠানে জনগণকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্র প্রতিহত করব।’

এ প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠানে দৃঢ়প্রতিজ্ঞ। আমরাও এ ব্যাপারে সজাগ থাকব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান তারাফদারসহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ২৪.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে
নগরজীবনের মানোন্নয়নে অভ্যন্তরীণ সহযোগিতা ও স্থানীয় অংশীদারিত্ব জোরদার করবে এডিবি
সুকুক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন ড. আনিসুজ্জামান
মেজর জেনারেল মেসবাহউদ্দিন আহমেদ চা বোর্ডের নতুন চেয়ারম্যান
আর্থিক চাহিদা পূরণে পুঁজিবাজার থেকে তহবিল সংগ্রহের আহ্বান অর্থ উপদেষ্টার
সিরাজগঞ্জ সরকারি কলেজে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা
আপিল বিভাগের অবকাশকালীন বেঞ্চে বিচারপতি ফারাহ মাহবুব মনোনীত
পাকিস্তানের সীমান্ত এলাকায় বিমান হামলায় নিহত ২৩: পুলিশ, নিরাপত্তা সূত্র
নওগাঁয় শিক্ষার্থীদের স্কুলমুখী করতে অর্থ সহায়তা
ক্যান্সার প্রতিরোধে দিনাজপুরে সচেতনতামূলক সেমিনার
১০