চাঁদপুরে শীর্ষ মাদক কারবারি কামরুল গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১০:২৯

চাঁদপুর, ২৯ আগস্ট ২০২৫ (বাসস): চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার শীর্ষ মাদক কারবারি ও ১৫ মামলার আসামি কামরুল হাসানকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।

উপজেলার বৈচাতলী এলাকা থেকে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে ফরিদগঞ্জ থানা পুলিশ। কামরুল হাসান বৈচাতলী গ্রামের বাসিন্দা।

রাতে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান।

পুলিশ জানায়, ফরিদগঞ্জ থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আমজাদ আলী চৌধুরী সঙ্গীয় ফোর্স বৈচাতলীতে বিশেষ অভিযান পরিচালনা করে। সেখান থেকে তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি কামরুল হাসানকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম বলেন, গ্রেপ্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে। কামরুল চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৫টি মামলা আদালতে চলমান। এছাড়া দুটি জিআর সাজা গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। যার একটিতে দুই বছরের এবং অপরটিতে এক বছর ৪ মাসের সাজা। 

ওসি বলেন, সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে চাঁদপুর জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারদ নদে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কিশোরীর মৃত্যু
গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজতলায় স্বপ্ন বুনছেন কৃষকরা
কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত
রাজশাহীতে হত্যা মামলায় ৩ ভাই গ্রেপ্তার
সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারে
মালির কৌশলগত শহর জিহাদিদের দখলে
গুলশানের শীর্ষ মাদক ব্যবসায়ী শাওন গ্রেফতার
চুইঝালের চাষ বাড়ছে লালমনিরহাটে
‘কোনোভাবেই’ মার্কিন সৈন্যরা ভেনেজুয়েলায় আক্রমণ করতে পারে না: মাদুরো
১০