সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১১:০৯

সাতক্ষীরা, ২৯ আগস্ট ২০২৫ (বাসস): সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে ভারতীয় শাড়ি, ওষুধ ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সাতক্ষীরা সদর ও কলারোয়া থানাধীন এবং বৈকারী বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে বৃহস্পতিবার এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির বিশেষ অভিযানিক দল কলারোয়া থানাধীন মজুমদার থেকে ৩৫ বোতল ভারতীয় মদ ও ওষুধ, কুশখালী বিওপির বিশেষ অভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন ছয়ঘরিয়া থেকে ওষুধ ও হিজলদী বিওপির অভিযানিক দল কলারোয়ার শিশুতলা থেকে শাড়ি জব্দ করে।

এছাড়া, ঘোনা বিওপির অভিযানিক দল সদরের নাপিতঘাটা থেকে, ঝাউডাঙ্গা ক্যাম্প কলারোয়ার গোবিন্দকাঠি ও রায়ের বাজার থেকে, চান্দুড়িয়া বিওপির অভিযানিক দল কলারোয়ার গোয়ালপাড়া মাঠ থেকে এবং বৈকারী বিওপির অভিযানিক দল কাপালিপাড়া থেকে ওষুধ জব্দ করেছে।

জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৫ লাখ ৪২ হাজার টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেছে।  

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক তথ্য নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। মাদকদ্রব্যসমূহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জিডি করে পরবর্তীতে ধ্বংস করতে বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ২৪.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে
নগরজীবনের মানোন্নয়নে অভ্যন্তরীণ সহযোগিতা ও স্থানীয় অংশীদারিত্ব জোরদার করবে এডিবি
সুকুক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন ড. আনিসুজ্জামান
মেজর জেনারেল মেসবাহউদ্দিন আহমেদ চা বোর্ডের নতুন চেয়ারম্যান
আর্থিক চাহিদা পূরণে পুঁজিবাজার থেকে তহবিল সংগ্রহের আহ্বান অর্থ উপদেষ্টার
সিরাজগঞ্জ সরকারি কলেজে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা
আপিল বিভাগের অবকাশকালীন বেঞ্চে বিচারপতি ফারাহ মাহবুব মনোনীত
পাকিস্তানের সীমান্ত এলাকায় বিমান হামলায় নিহত ২৩: পুলিশ, নিরাপত্তা সূত্র
নওগাঁয় শিক্ষার্থীদের স্কুলমুখী করতে অর্থ সহায়তা
ক্যান্সার প্রতিরোধে দিনাজপুরে সচেতনতামূলক সেমিনার
১০