রাজশাহীতে হত্যা মামলায় ৩ ভাই গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১২:৫৫

রাজশাহী, ২৯ আগস্ট, ২০২৫ (বাসস): রাজশাহীর দুর্গাপুরে হত্যা মামলায় তিন ভাইকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। 

বৃহস্পতিবার দুর্গাপুর থানাধীন হোজা অনন্তকান্দী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার হোজা অনন্তকান্দী গ্রামের জিয়াউর রহমান (৪৬), জয়নাল হক (৫৩) এবং নজরুল ইসলাম (৬০)। 

র‌্যাব জানায়, গত ১৪ মে দুর্গাপুরে পূর্ব শত্রুতার জেরে মারামারির ঘটনায় হাসিবুর নামে এক ব্যক্তি নিহত হন। ওই ঘটনায় পরদিন দুর্গাপুর থানায় হত্যা মামলা হয়। মামলার এজাহারনামীয় আসামি ছিলেন ওয়াজেদ আলী। জামিনে ছাড়া পেয়ে তিনি এলাকায় অবস্থান করছিলেন। ঘটনার দিন ওয়াজেদ আলী তার ছেলেকে নিয়ে হোজা বিলের পশ্চিম পাশে নিজের পান বরজে কাজ করছিলেন। এ সময় প্রতিপক্ষ একই গ্রামের কমপক্ষে ৩০ থেকে ৩৫ জন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ আগস্ট তার মৃত্যু হয়। 

এ ঘটনায় নিহতের স্ত্রী দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিদের গ্রেপ্তারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। 

এ ধারাবাহিকতায় র‌্যাব-৫, সিপিএসসি, রাজশাহীর হোজা অনন্তকান্দী এলাকায় অভিযান চালিয়ে আসামি জিয়াউর, জয়নাল ও নজরুলকে গ্রেপ্তার করে। অন্য আসামিদের গ্রেপ্তারে র‌্যাবের গোয়েন্দা নজরদারী চলমান থাকবে। 

আসামিদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়েছে র‌্যাব-৫।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনা জেলা বিএনপির ২ দিনের কর্মসূচি
গাবতলীতে খালেদা জিয়ার পক্ষে গণসংযোগে মানুষের ঢল
মানুষকে মানব সম্পদে পরিণত করবো : নূরুল ইসলাম মণি
টাঙ্গাইলের ৭টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
খুলনার ৫টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, একটিতে হোল্ড
খুবিতে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন শীর্ষক প্রশিক্ষণ 
ধানের শীষে এ্যানিকে মনোনীত করায় লক্ষ্মীপুরে আনন্দ মিছিল
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ৭ম দিনের আপিল শুনানি চলছে
নেত্রকোণায় ৩৫ বছরের শিক্ষকতা শেষে শিক্ষিকা পেলেন রাজকীয় সংবর্ধনা
বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও বৃত্তি পরীক্ষা দিতে পারবে: হাইকোর্ট
১০