বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কিশোরীর মৃত্যু

বাসস
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১৩:১১

বরগুনা, ২৯ আগস্ট, ২০২৫ (বাসস): জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তাসফিয়া তাসনিম (১৫)  নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  তার মৃত্যু হয়েছে। 

সে বরগুনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কেজি স্কুল সড়কের বাসিন্দা নাসিম ফারুকের মেয়ে। তাসনিম এভারগ্রীন পাবলিক মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

জেলায় এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৪৩ জনের মৃত্যু হয়েছে। জেলায় ডেঙ্গুর প্রকোপ কমছে তবে আক্রান্তে সংখ্যা ৫ হাজার অতিক্রম করেছে।

পরিবার জানায়, কয়েকদিন আগে তাসফিয়ার জ্বর হলে পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিলো। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাসফিয়ার মৃত্যু হয়।

বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেলের হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রেজওয়ানুর আলম জানান, গত দুই-তিনদিন ধরে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে।

আগস্ট এবং সেপ্টেম্বর এ দুই মাস ডেঙ্গুর পিক সময় হলেও জেলায় এর আগেই ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়েছিল। বর্তমানে থেমে-থেমে বৃষ্টি হচ্ছে তাই পানি জমে আবারও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে যেতে পারে। তবে হাসপাতালে ভর্তি সব রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা রয়েছে।

তিনি জানান,জেলায় এ বছর ডেঙ্গুতে  প্রতিদিন প্রায় ১০০-১৫০ জন আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হলেও গত এক মাসে এর সংখ্যা কমে ১৫-২০ জনে দাঁড়ায়। তবে গত তিন-চারদিন ধরে আবারও ডেঙ্গু রোগী বেড়ে গিয়ে প্রতিদিন প্রায় ৩০-৪০ আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। গত ২৪ ঘণ্টায় বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩২ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন আরও ৪ জন। বর্তমানে জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ১০০ জন। 

এ বছর এখন পর্যন্ত জেলার ৫ হাজার ৯২৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বরগুনা জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৮২৭ জন।

তবে আক্রান্তদের মধ্যে জেনারেল হাসপাতালে এখন পর্যন্ত ৭ জন এবং দেশের বিভিন্ন হাসপাতালে জেলার আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রামেক হাসপাতালের রোগী ভাগিয়ে নিচ্ছে দালালরা, ভোগান্তিতে রোগীরা
নির্বাচনে নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে : সিইসি
ইনকিউবেটরে হাঁসের বাচ্চা ফুটিয়ে মাসে আয় ৩ লাখ টাকা 
জেট প্রকল্প নিয়ে ফ্রান্সের ওপর চাপ বাড়ালেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী
লক্ষ্মীপুরে মেঘনা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
বগুড়ায় কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ
চাঁদপুরে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের নির্দেশনা
সিরিয়ায় ইসরাইলি বাহিনীর বিমান হামলা : রাষ্ট্রীয় গণমাধ্যম
১৫ জনকে সাতক্ষীরা সীমান্ত দিয়ে হস্তান্তর করল বিএসএফ
দেশে সার সংকট নেই : কৃষি সচিব
১০