নারদ নদে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বাসস
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১৩:১৪
নাটোরের নারদ নদে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে নাটোর জেলা পরিবেশক সমিতি। ছবি: বাসস

নাটোর, ২৯ আগস্ট ২০২৫ (বাসস): নাটোরের নারদ নদে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে নাটোর জেলা পরিবেশক সমিতি। 

আজ শুক্রবার শহরের কান্দিভিটা আমবাগান এলাকায় পরিচালিত দিনব্যাপী এই কার্যক্রমে ৪০ জন শ্রমিক অংশগ্রহণ করছেন। সকাল নয়টায় কার্যক্রম শুরু হয়।

নাটোরের দুঃখ হিসেবে পরিচিতি পাওয়া শহরের মধ্য দিয়ে প্রবাহিত নারদ নদের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয় দুই সপ্তাহ আগে। নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে নারদ পরিচ্ছন্নতা কার্যক্রমের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

কর্ম পরিকল্পনায় সিদ্ধান্ত হয়, শহরের মধ্যে প্রবাহিত ছয় কিলোমিটার নারদ নদে পরিষ্কারকরণ কার্যক্রম পরিচালনা করা হবে। স্থানীয় এই উদ্যোগে গত দুই সপ্তাহের কার্যক্রমে অর্থায়ন করে জেলা প্রশাসকের কার্যালয়, নাটোর জেলা পরিষদ, নাটোর পৌরসভা, জেলা স্বাস্থ্য বিভাগ, পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ।

নাটোর জেলা পরিবেশক সমিতির সভাপতি সৈকত চৌধুরী বলেন, সমাজিক দায়বদ্ধতা থেকে নারদ নদের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে আমরা অংশগ্রহণ করেছি।

আশা করি, সরকারি দপ্তরের পাশাপাশি অন্যান্য পেশাজীবী এবং সামাজিক সংগঠন এই কার্যক্রমে অংশগ্রহণ করে নদের পাশের পরিবেশ ভালো রাখতে ভূমিকা রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রামেক হাসপাতালের রোগী ভাগিয়ে নিচ্ছে দালালরা, ভোগান্তিতে রোগীরা
নির্বাচনে নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে : সিইসি
ইনকিউবেটরে হাঁসের বাচ্চা ফুটিয়ে মাসে আয় ৩ লাখ টাকা 
জেট প্রকল্প নিয়ে ফ্রান্সের ওপর চাপ বাড়ালেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী
লক্ষ্মীপুরে মেঘনা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
বগুড়ায় কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ
চাঁদপুরে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের নির্দেশনা
সিরিয়ায় ইসরাইলি বাহিনীর বিমান হামলা : রাষ্ট্রীয় গণমাধ্যম
১৫ জনকে সাতক্ষীরা সীমান্ত দিয়ে হস্তান্তর করল বিএসএফ
দেশে সার সংকট নেই : কৃষি সচিব
১০