নারদ নদে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বাসস
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১৩:১৪
নাটোরের নারদ নদে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে নাটোর জেলা পরিবেশক সমিতি। ছবি: বাসস

নাটোর, ২৯ আগস্ট ২০২৫ (বাসস): নাটোরের নারদ নদে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে নাটোর জেলা পরিবেশক সমিতি। 

আজ শুক্রবার শহরের কান্দিভিটা আমবাগান এলাকায় পরিচালিত দিনব্যাপী এই কার্যক্রমে ৪০ জন শ্রমিক অংশগ্রহণ করছেন। সকাল নয়টায় কার্যক্রম শুরু হয়।

নাটোরের দুঃখ হিসেবে পরিচিতি পাওয়া শহরের মধ্য দিয়ে প্রবাহিত নারদ নদের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয় দুই সপ্তাহ আগে। নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে নারদ পরিচ্ছন্নতা কার্যক্রমের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

কর্ম পরিকল্পনায় সিদ্ধান্ত হয়, শহরের মধ্যে প্রবাহিত ছয় কিলোমিটার নারদ নদে পরিষ্কারকরণ কার্যক্রম পরিচালনা করা হবে। স্থানীয় এই উদ্যোগে গত দুই সপ্তাহের কার্যক্রমে অর্থায়ন করে জেলা প্রশাসকের কার্যালয়, নাটোর জেলা পরিষদ, নাটোর পৌরসভা, জেলা স্বাস্থ্য বিভাগ, পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ।

নাটোর জেলা পরিবেশক সমিতির সভাপতি সৈকত চৌধুরী বলেন, সমাজিক দায়বদ্ধতা থেকে নারদ নদের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে আমরা অংশগ্রহণ করেছি।

আশা করি, সরকারি দপ্তরের পাশাপাশি অন্যান্য পেশাজীবী এবং সামাজিক সংগঠন এই কার্যক্রমে অংশগ্রহণ করে নদের পাশের পরিবেশ ভালো রাখতে ভূমিকা রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ২৪.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে
নগরজীবনের মানোন্নয়নে অভ্যন্তরীণ সহযোগিতা ও স্থানীয় অংশীদারিত্ব জোরদার করবে এডিবি
সুকুক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন ড. আনিসুজ্জামান
মেজর জেনারেল মেসবাহউদ্দিন আহমেদ চা বোর্ডের নতুন চেয়ারম্যান
আর্থিক চাহিদা পূরণে পুঁজিবাজার থেকে তহবিল সংগ্রহের আহ্বান অর্থ উপদেষ্টার
সিরাজগঞ্জ সরকারি কলেজে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা
আপিল বিভাগের অবকাশকালীন বেঞ্চে বিচারপতি ফারাহ মাহবুব মনোনীত
পাকিস্তানের সীমান্ত এলাকায় বিমান হামলায় নিহত ২৩: পুলিশ, নিরাপত্তা সূত্র
নওগাঁয় শিক্ষার্থীদের স্কুলমুখী করতে অর্থ সহায়তা
ক্যান্সার প্রতিরোধে দিনাজপুরে সচেতনতামূলক সেমিনার
১০