বগুড়ায় কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ

বাসস
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১৫:৪৫
বগুড়ায় দুই শতাধিক কৃষকের মধ্যে ডাল জাতীয় ফসলের বীজ ও সার বিতরণ। ছবি: বাসস

বগুড়া, ২৯ আগস্ট ২০২৫ (বাসস) : বগুড়ায় দুই শতাধিক কৃষকের মধ্যে ডাল জাতীয় ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

আজ শুক্রবার সকালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগের পার্টনার প্রকল্পের আওতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সম্মানিত সদস্য ও বরেণ্য কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক এএসএম গোলাম হাফিজ কেনেডি। 

তিনি বলেন, দিন দিন আবাদি জমির পরিমাণ কমছে। কৃষি ও কৃষককে এগিয়ে নিতে হলে উন্নত প্রযুক্তি ও উচ্চ ফলনশীল জাতের চাষাবাদ বাড়াতে হবে। পতিত জমি, চরাঞ্চল এবং দুই ফসলের মাঝখানের সময়ে স্বল্পমেয়াদি ফসল আবাদ করলে উৎপাদন বাড়বে ও জমির সঠিক ব্যবহার নিশ্চিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মাহমুদুল হাসান। আলোচক হিসেবে বক্তব্য দেন চর গবেষণা কেন্দ্র আরডিএ বগুড়ার পরিচালক ড. মো. আব্দুল মজিদ।

তিনি বলেন, চরাঞ্চলে পতিত জমিতে ডাল আবাদ করলে কৃষকদের বাড়তি আয় হবে এবং দেশের আমিষের চাহিদা পূরণে সহায়তা করবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ, ড. মাহফুজার রহমান (ডিএলও, নওগাঁ), ডা. জহরুল ইসলাম (ডিডি, এআই, বগুড়া), টেনস এগ্রো লিমিটেডের এমডি মেহেদী হাসান পাঠান, বারি পিএসও ড. শহিদুল আলম (বুড়িরহাট, রংপুর), খায়রুল ইসলাম রাজু (এসএসও, বারি, রংপুর) প্রমুখ। 

এছাড়া অনুষ্ঠানে বগুড়া জেলার কৃষি কর্মকর্তারা এবং বিভিন্ন সেক্টরের কৃষিবিদরা উপস্থিত ছিলেন।

এদিন সারিয়াকান্দি ও সোনাতলা চরাঞ্চলের প্রায় ২০০ জন কৃষক ও কৃষাণীর মধ্যে বারি মাস-৩ জাতের ডালের বীজ এবং ডিএপি, এমওপি ও জিপসাম সার বিতরণ করা হয়। এতে ৭০০ বিঘা জমিতে চাষাবাদের সুযোগ সৃষ্টি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনা জেলা বিএনপির ২ দিনের কর্মসূচি
গাবতলীতে খালেদা জিয়ার পক্ষে গণসংযোগে মানুষের ঢল
মানুষকে মানব সম্পদে পরিণত করবো : নূরুল ইসলাম মণি
টাঙ্গাইলের ৭টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
খুলনার ৫টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, একটিতে হোল্ড
খুবিতে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন শীর্ষক প্রশিক্ষণ 
ধানের শীষে এ্যানিকে মনোনীত করায় লক্ষ্মীপুরে আনন্দ মিছিল
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ৭ম দিনের আপিল শুনানি চলছে
নেত্রকোণায় ৩৫ বছরের শিক্ষকতা শেষে শিক্ষিকা পেলেন রাজকীয় সংবর্ধনা
বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও বৃত্তি পরীক্ষা দিতে পারবে: হাইকোর্ট
১০