বগুড়ায় কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ

বাসস
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১৫:৪৫
বগুড়ায় দুই শতাধিক কৃষকের মধ্যে ডাল জাতীয় ফসলের বীজ ও সার বিতরণ। ছবি: বাসস

বগুড়া, ২৯ আগস্ট ২০২৫ (বাসস) : বগুড়ায় দুই শতাধিক কৃষকের মধ্যে ডাল জাতীয় ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

আজ শুক্রবার সকালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগের পার্টনার প্রকল্পের আওতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সম্মানিত সদস্য ও বরেণ্য কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক এএসএম গোলাম হাফিজ কেনেডি। 

তিনি বলেন, দিন দিন আবাদি জমির পরিমাণ কমছে। কৃষি ও কৃষককে এগিয়ে নিতে হলে উন্নত প্রযুক্তি ও উচ্চ ফলনশীল জাতের চাষাবাদ বাড়াতে হবে। পতিত জমি, চরাঞ্চল এবং দুই ফসলের মাঝখানের সময়ে স্বল্পমেয়াদি ফসল আবাদ করলে উৎপাদন বাড়বে ও জমির সঠিক ব্যবহার নিশ্চিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মাহমুদুল হাসান। আলোচক হিসেবে বক্তব্য দেন চর গবেষণা কেন্দ্র আরডিএ বগুড়ার পরিচালক ড. মো. আব্দুল মজিদ।

তিনি বলেন, চরাঞ্চলে পতিত জমিতে ডাল আবাদ করলে কৃষকদের বাড়তি আয় হবে এবং দেশের আমিষের চাহিদা পূরণে সহায়তা করবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ, ড. মাহফুজার রহমান (ডিএলও, নওগাঁ), ডা. জহরুল ইসলাম (ডিডি, এআই, বগুড়া), টেনস এগ্রো লিমিটেডের এমডি মেহেদী হাসান পাঠান, বারি পিএসও ড. শহিদুল আলম (বুড়িরহাট, রংপুর), খায়রুল ইসলাম রাজু (এসএসও, বারি, রংপুর) প্রমুখ। 

এছাড়া অনুষ্ঠানে বগুড়া জেলার কৃষি কর্মকর্তারা এবং বিভিন্ন সেক্টরের কৃষিবিদরা উপস্থিত ছিলেন।

এদিন সারিয়াকান্দি ও সোনাতলা চরাঞ্চলের প্রায় ২০০ জন কৃষক ও কৃষাণীর মধ্যে বারি মাস-৩ জাতের ডালের বীজ এবং ডিএপি, এমওপি ও জিপসাম সার বিতরণ করা হয়। এতে ৭০০ বিঘা জমিতে চাষাবাদের সুযোগ সৃষ্টি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ২৪.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে
নগরজীবনের মানোন্নয়নে অভ্যন্তরীণ সহযোগিতা ও স্থানীয় অংশীদারিত্ব জোরদার করবে এডিবি
সুকুক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন ড. আনিসুজ্জামান
মেজর জেনারেল মেসবাহউদ্দিন আহমেদ চা বোর্ডের নতুন চেয়ারম্যান
আর্থিক চাহিদা পূরণে পুঁজিবাজার থেকে তহবিল সংগ্রহের আহ্বান অর্থ উপদেষ্টার
সিরাজগঞ্জ সরকারি কলেজে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা
আপিল বিভাগের অবকাশকালীন বেঞ্চে বিচারপতি ফারাহ মাহবুব মনোনীত
পাকিস্তানের সীমান্ত এলাকায় বিমান হামলায় নিহত ২৩: পুলিশ, নিরাপত্তা সূত্র
নওগাঁয় শিক্ষার্থীদের স্কুলমুখী করতে অর্থ সহায়তা
ক্যান্সার প্রতিরোধে দিনাজপুরে সচেতনতামূলক সেমিনার
১০