লক্ষ্মীপুর, ২৯ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার রামগতির মেঘনা নদী থেকে ৮ বছর বয়সী এক অজ্ঞাত ছেলে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার আলেকজান্ডার মেঘনার তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শিশুটির পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ বেলা ১১টার দিকে মেঘনা নদীর আলেকজান্ডার বেড়িবাঁধের ওপর স্থানীয়রা ওই শিশুটির মরদেহ ভেসে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। নদীর জোয়ারে শিশুর মরদেহটি ওই স্থানে এসে ভেসে উঠেছে বলে ধারণা করা হচ্ছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, পুলিশ ওই শিশুর মরদেহ উদ্ধার করে। তবে এখন পর্যন্ত তার কোনো নাম-পরিচয় পাওয়া যায়নি।
শিশুটি জেলেদের নৌকা থেকে পড়েছে, নাকি কেউ হত্যা করে নদীতে ফেলে গেছে সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট এলে সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এরপর আইনগত ব্যবস্থা নেয়া হবে।