চট্টগ্রামে মাহিন হত্যা মামলার আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১৭:০৫

চট্টগ্রাম, ২৯ আগস্ট, ২০২৫ (বাসস) : ফটিকছড়ির কাঞ্চননগরে আলোচিত কিশোর মাহিন হত্যা মামলায় মো. তাজুল ইসলাম (৪০) নামে আরেক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার ভোরে উপজেলার সুন্দরপুর ইউনিয়নে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার তাজুল ইসলাম কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ কাঞ্চননগর গ্রামের মৃত বদিউল আলমের ছেলে।

পুলিশ জানিয়েছে, এর আগে গ্রেফতার তিন আসামির আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তাজুল ইসলামের নাম উঠে আসে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আহমেদ বলেন, ‘চলমান অভিযানের অংশ হিসেবে তাজুল ইসলামকে তার আত্মীয়ের বাড়িতে লুক্কায়িত অবস্থায় গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যে তিন আসামির জবানবন্দিতে তার সম্পৃক্ততার কথা উঠে এসেছে। তদন্তেও মিল পাওয়া গেছে।’

ওসি আরো বলেন, ‘এ পর্যন্ত মাহিন হত্যাকাণ্ডে চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।’

প্রসঙ্গত, গত ২২ আগস্ট ভোরে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে কয়েকজন যুবক চোর সন্দেহে রিহান মাহিন (১৪) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় আহত আরো দুই কিশোর এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনা জেলা বিএনপির ২ দিনের কর্মসূচি
গাবতলীতে খালেদা জিয়ার পক্ষে গণসংযোগে মানুষের ঢল
মানুষকে মানব সম্পদে পরিণত করবো : নূরুল ইসলাম মণি
টাঙ্গাইলের ৭টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
খুলনার ৫টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, একটিতে হোল্ড
খুবিতে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন শীর্ষক প্রশিক্ষণ 
ধানের শীষে এ্যানিকে মনোনীত করায় লক্ষ্মীপুরে আনন্দ মিছিল
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ৭ম দিনের আপিল শুনানি চলছে
নেত্রকোণায় ৩৫ বছরের শিক্ষকতা শেষে শিক্ষিকা পেলেন রাজকীয় সংবর্ধনা
বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও বৃত্তি পরীক্ষা দিতে পারবে: হাইকোর্ট
১০