চট্টগ্রামে মাহিন হত্যা মামলার আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১৭:০৫

চট্টগ্রাম, ২৯ আগস্ট, ২০২৫ (বাসস) : ফটিকছড়ির কাঞ্চননগরে আলোচিত কিশোর মাহিন হত্যা মামলায় মো. তাজুল ইসলাম (৪০) নামে আরেক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার ভোরে উপজেলার সুন্দরপুর ইউনিয়নে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার তাজুল ইসলাম কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ কাঞ্চননগর গ্রামের মৃত বদিউল আলমের ছেলে।

পুলিশ জানিয়েছে, এর আগে গ্রেফতার তিন আসামির আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তাজুল ইসলামের নাম উঠে আসে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আহমেদ বলেন, ‘চলমান অভিযানের অংশ হিসেবে তাজুল ইসলামকে তার আত্মীয়ের বাড়িতে লুক্কায়িত অবস্থায় গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যে তিন আসামির জবানবন্দিতে তার সম্পৃক্ততার কথা উঠে এসেছে। তদন্তেও মিল পাওয়া গেছে।’

ওসি আরো বলেন, ‘এ পর্যন্ত মাহিন হত্যাকাণ্ডে চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।’

প্রসঙ্গত, গত ২২ আগস্ট ভোরে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে কয়েকজন যুবক চোর সন্দেহে রিহান মাহিন (১৪) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় আহত আরো দুই কিশোর এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অভিযান চালিয়ে ৫শ কেজি কাঁকড়া জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবনে মুক্তিপণের টাকা পরিশোধ করে লোকালয়ে ফিরেছে অপহৃত ৭ জেলে
ছাত্রশিবিরের আয়োজনে ১৩তম ইয়ুথ সামিট অনুষ্ঠিত
মোবাইল ব্যাংকিং প্রতারণা চক্রের মূল হোতা গ্রেফতার
গুমের সাথে জড়িতের শাস্তি নিশ্চিতে সবাইকে একযোগে কাজ করতে হবে : মির্জা ফখরুল
শেরপুরে বিলের পানিতে ডুবে দুই শিশুর মত্যু
ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে : সালাহউদ্দিন আহমদ
ক্ষমতায় গেলে বিএনপি গুম প্রতিরোধে আইন প্রণয়ন করবে : তারেক রহমান
পুরোনো পদ্ধতির নির্বাচন ফ্যাসিবাদের পুনর্বাসন : মুফতী শামসুদ্দোহা আশরাফী
ডেঙ্গুতে আজ ১৬৫ জন আক্রান্ত
১০