চট্টগ্রামে মাহিন হত্যা মামলার আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১৭:০৫

চট্টগ্রাম, ২৯ আগস্ট, ২০২৫ (বাসস) : ফটিকছড়ির কাঞ্চননগরে আলোচিত কিশোর মাহিন হত্যা মামলায় মো. তাজুল ইসলাম (৪০) নামে আরেক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার ভোরে উপজেলার সুন্দরপুর ইউনিয়নে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার তাজুল ইসলাম কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ কাঞ্চননগর গ্রামের মৃত বদিউল আলমের ছেলে।

পুলিশ জানিয়েছে, এর আগে গ্রেফতার তিন আসামির আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তাজুল ইসলামের নাম উঠে আসে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আহমেদ বলেন, ‘চলমান অভিযানের অংশ হিসেবে তাজুল ইসলামকে তার আত্মীয়ের বাড়িতে লুক্কায়িত অবস্থায় গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যে তিন আসামির জবানবন্দিতে তার সম্পৃক্ততার কথা উঠে এসেছে। তদন্তেও মিল পাওয়া গেছে।’

ওসি আরো বলেন, ‘এ পর্যন্ত মাহিন হত্যাকাণ্ডে চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।’

প্রসঙ্গত, গত ২২ আগস্ট ভোরে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে কয়েকজন যুবক চোর সন্দেহে রিহান মাহিন (১৪) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় আহত আরো দুই কিশোর এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় বেড়েছে পূজামণ্ডপের সংখ্যা, ব্যস্ত প্রতিমা কারিগররা
লক্ষ্মীপুরে আগুনে ১০ দোকান পুড়ে ছাই
বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১২ গবেষক
দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, সামগ্রিক সংস্কৃতির অংশ : বকুল
সুন্দরবনে খালে বিষ দিয়ে মাছ ধরায় আটক ৩
চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরো একজনের মৃত্যু
ইইউ প্রাক নির্বাচনী তথ্য-অনুসন্ধানী দলের সঙ্গে ইসি কর্মকর্তাদের বৈঠক শুরু
আলোচনার মাধ্যমেই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা উচিত: জার্মানি
পেরুতে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত, আহত ১৮
বছর ঘুরে দরজায় কড়া নাড়ছে দুর্গাপূজা, নারায়ণগঞ্জে ৪ স্তরের নিরাপত্তা 
১০