চট্টগ্রামে মাহিন হত্যা মামলার আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১৭:০৫

চট্টগ্রাম, ২৯ আগস্ট, ২০২৫ (বাসস) : ফটিকছড়ির কাঞ্চননগরে আলোচিত কিশোর মাহিন হত্যা মামলায় মো. তাজুল ইসলাম (৪০) নামে আরেক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার ভোরে উপজেলার সুন্দরপুর ইউনিয়নে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার তাজুল ইসলাম কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ কাঞ্চননগর গ্রামের মৃত বদিউল আলমের ছেলে।

পুলিশ জানিয়েছে, এর আগে গ্রেফতার তিন আসামির আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তাজুল ইসলামের নাম উঠে আসে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আহমেদ বলেন, ‘চলমান অভিযানের অংশ হিসেবে তাজুল ইসলামকে তার আত্মীয়ের বাড়িতে লুক্কায়িত অবস্থায় গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যে তিন আসামির জবানবন্দিতে তার সম্পৃক্ততার কথা উঠে এসেছে। তদন্তেও মিল পাওয়া গেছে।’

ওসি আরো বলেন, ‘এ পর্যন্ত মাহিন হত্যাকাণ্ডে চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।’

প্রসঙ্গত, গত ২২ আগস্ট ভোরে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে কয়েকজন যুবক চোর সন্দেহে রিহান মাহিন (১৪) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় আহত আরো দুই কিশোর এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০