ঝিনাইদহে ডোবায় পড়ে শিশুর মৃত্যু

বাসস
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১৭:২০
প্রতীকী ছবি

ঝিনাইদহ, ২৯ আগস্ট, ২০২৫ (বাসস) : ঝিনাইদহের হরিণাকুণ্ডে হাঁসের সঙ্গে খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে দুই বছরের শিশু মোস্তাক হোসেনের মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার সকালে তাহেরহুদা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মণ্ডলপাড়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মোস্তাক হোসেন গ্রামের সাগর হোসেনের ছেলে। 

মোস্তাকের স্বজনদের বরাতে পুলিশ জানায়, সকালে বাড়ির পাশে হাঁসের সঙ্গে খেলা করছিল মোস্তাক। এ সময় তার সঙ্গে সমবয়সী কয়েকজন প্রতিবেশী শিশু ছিল। অন্য শিশুরা খেলাধুলা করলেও মোস্তাককে তাদের সঙ্গে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। 

এক পর্যায়ে বাড়ির পাশে ডোবা থেকে মোস্তাককে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

হরিণাকুণ্ডু থানার ওসি শহিদুল ইসলাম বলেন, খেলতে গিয়ে শিশু মোস্তাক ডোবায় পড়ে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পরিবারের লোকজন তার মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেয়নি। তবে পুলিশ এ ঘটনায় অপমৃত্যুর মামলা করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০