টানেল লাভজনক করতে এলাকা সম্প্রসারণ করবে চসিক

বাসস
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১৮:০৩
শুক্রবার আনোয়ারার বোয়ালিয়া বায়তুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ পুননির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। ছবি: বাসস

চট্টগ্রাম, ২৯ আগস্ট, ২০২৫ (বাসস) : কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেলকে লাভজনক প্রকল্পে রূপান্তর করতে হলে আশপাশের এলাকা সিটি করপোরেশনের আওতায় আনতে হবে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। এতে টানেলের সঠিক ব্যবহার নিশ্চিত হবে এবং নগরের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে বলেও মনে করেন তিনি।

আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে আনোয়ারার বোয়ালিয়া বায়তুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ পুননির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, ‘টানেল এখন লস প্রজেক্টে পরিণত হয়েছে। এ অবস্থা কাটাতে হলে আশপাশের এলাকা সিটি করপোরেশনের আওতায় এনে পরিকল্পিতভাবে ব্যবহার নিশ্চিত করতে হবে।’

আনোয়ারা বিএনপির ঘাঁটি উল্লেখ করে মেয়র বলেন, ‘গত ১৬ বছরে চাইলে এখানে অনেক উন্নয়ন করা যেত, কিন্তু বৈষম্যের কারণে এই এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিএনপি আগামীতে ক্ষমতায় এলে এখানে উন্নয়ন হবে।’

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আনোয়ারার নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করবে। দক্ষিণ জেলায় বিএনপি শক্তিশালী হলে গোটা অঞ্চলের রাজনৈতিক বাস্তবতায় প্রভাব ফেলবে।’

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এম মনজুর উদ্দিন চৌধুরী, বরুমচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী আনচার, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহাজাহান, ভিপি মোজাম্মেল, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আবু, সাবেক চেয়ারম্যান হাসান চৌধুরী, শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকু প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই রেভ্যুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপ বিজয়ী পাবেন সুজুকি মোটরসাইকেল
সংস্কার ও বিচার দৃশ্যমান হওয়ার আগে বাংলাদেশে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজখবর নিলেন প্রধান উপদেষ্টার দুই প্রতিনিধি
তুরস্কের সহযোগিতায় ঢাবি কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ করা হচ্ছে
বান্দরবানে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ
গাজীপুরে বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি 
বিএমডিএ’র কর্মকর্তাদের সঙ্গে কৃষি সচিবের মতবিনিময় 
চন্দনাইশে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
চট্টগ্রামে হতাহত ২৪ জনের পরিবারকে ১ কোটি ৮ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে বিআরটিএ
১৬০ রানে পিছিয়ে বাংলাদেশ ‘এ’ দল
১০