গোপালগঞ্জ, ২৯ আগস্ট ২০২৫ (বাসস) : জেলার কোটালীপাড়া উপজেলায় আজ পুকুরের পানিতে ডুবে অয়ন ঢালী (০৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার দুপুরে কোটালীপাড়া উপজেলার তালপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত অয়ন জেলার কোটালীপাড়া উপজেলার তালপুকুরিয়া গ্রামের নারায়ণ ঢালী ও সীমা ঢালী দম্পত্তির একমাত্র সন্তান।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার দুপুর ২ টার দিকে অয়ন তার দাদীর সাথে নিজেদের পুকুরের ওপরে থাকা পোল্ট্রি ফার্মে মুরগিকে খাবার দিতে যায়। এ সময় অয়নের দাদী মুরগিকে খাবার দিচ্ছিলেন। কিছু সময় পর অয়নকে দেখতে না পেয়ে বাড়ির লোকদের ডাকা হয়। আশেপাশে কোথাও শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে পোল্ট্রি ফার্মের নিচে পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় শিশু অয়নকে উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গুরুতর অবস্থায় শিশু অয়ন ঢালীকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।