ব্রাহ্মণবাড়িয়ায় পাটের বাম্পার ফলন, ভালো দাম পাওয়ার আশা চাষীদের 

বাসস
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ২০:০০
ব্রাহ্মণবাড়িয়ার হাওরাঞ্চলে চলছে পাটকাটা, মাড়াই এবং শুকানোর কাজ। ছবি: বাসস

মো. শফিকুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া, ২৯ আগস্ট ২০২৫ (বাসস) : চলতি মৌসুমে জেলার বিভিন্ন উপজেলায়, বিশেষত হাওরাঞ্চলে পাটের বাম্পার ফলন হয়েছে। এখন চলছে পাটকাটা, মাড়াই এবং শুকানোর কাজ। 

এদিকে জেলার পাট চাষীরা এবার পাটের ভালো দাম পাওয়ার আশা করছেন। জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে জেলায় অন্তত ৬০ কোটি টাকার পাট বিক্রি হবে বলে আশা করা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোস্তফা এমরান হোসেন জানান, জেলায় এবার চারহাজার চারশ’ ৫৩ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল। এ ক্ষেত্রে জেলার সদর, নাসিরনগর, সরাইল, বিজয়নগর, নবীনগর এবং বাঞ্ছারামপুর উপজেলার চারহাজার চারশ’ ৫৫ হেক্টর জমিতে দেশি, কেনাফ, মেছতা এবং তোষা জাতের পাটের আবাদ করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা বেশি। এ বছর কেনাফ জাতের পাটের ফলন ভাল হয়েছে। 

এদিকে, পাট চাষীদের অভিযোগ পাটের উৎপাদন খরচ বাড়লেও ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। জেলার নাসিরনগরের পাট চাষী ছাদির মিয়া বলেন, সারের দাম বেশি, পাট চাষ করতেও এখন খরচ বেশি লাগে। সব খরচ দিয়ে বিক্রির দামে আমাদের পোষায় না। এখানে ব্যাপারীরা লাভবান হচ্ছেন। তারা স্টক রেখে উচ্চ দামে বিক্রি করেন। 

পাটচাষী আলম মিয়া বলেন, সরকার যদি আমাদের জন্য পাটের একটা নির্ধারিত দাম দিতো তাহলে আমরা সেই দামে বিক্রি করতে পারতাম। 

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেন, পাটের বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে নজর রাখা হবে যাতে কৃষকেরা ন্যায্য মূল্য পান। এ বছর পাটের বিক্রয় মূল্য নিয়ে কৃষকদের কোনো সমস্যা হবে না বলে তিনি আশা প্রকাশ করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
জাতীয় রাজস্ব বোর্ডের জুলাই-২০২৫ মাসের রাজস্ব আহরণ অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বিএমডিএ কর্মকর্তাদের সঙ্গে কৃষি সচিবের মতবিনিময়
রাজধানীতে বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার
গাজা থেকে ২ জিম্মির দেহাবশেষ উদ্ধারের দাবি ইসরাইলের
গুম হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার আহ্বান জামায়াতে ইসলামীর
জুলাই রেভ্যুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপ বিজয়ী পাবেন সুজুকি মোটরসাইকেল
সংস্কার ও বিচার দৃশ্যমান হওয়ার আগে বাংলাদেশে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজখবর নিলেন প্রধান উপদেষ্টার দুই প্রতিনিধি
তুরস্কের সহযোগিতায় ঢাবি কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ করা হচ্ছে
১০