সুনামগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

বাসস
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৫:৩৮
ছবি : বাসস

সুনামগঞ্জ, ৩০ আগস্ট, ২০২৫ (বাসস): সুনামগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ দুপুরে সদর উপজেলা ও তাহিরপুর উপজেলা সীমান্ত থেকে মাদকগুলো জব্দ করা হয়। পরে ২৮ বিজিবি পাঠানো প্রেসবিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। 

এতে বলা হয়, নারায়নতলা বিওপির আভিযানিক দল সুনামগঞ্জ সদরের ১ নম্বর জাহাঙ্গীর নগর ইউনিয়নে সীমান্তের উত্তর ডুলুরায় অভিযান চালিয়ে ১৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করে। যার বাজার মূল্য দুই লাখ টাকা।  

এছাড়া চাঁনপুর বিওপি তাহিরপুর উপজেলার ৪ নম্বর বড়দল ইউনিয়নে সীমান্ত পিলার ১২০২/৭-এস থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বারেকটিলা থেকে ৩১ বোতল মদ জব্দ করে। যার বাজার মূল্য ছেচল্লিশ হাজার টাকা। জব্দকৃত মাদকের সর্বমোট বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা। 

এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০