চাঁপাইনবাবগঞ্জে বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা 

বাসস
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৬:৫৮
‘বিতর্ক মানেই যুক্তি,চাঁপাইনবাবগঞ্জে বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা । ছবি : বাসস

চাঁপাইনবাবগঞ্জ, ৩০ আগস্ট, ২০২৫ (বাসস): জেলার শিবগঞ্জ উপজেলায় আজ ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে বিজ্ঞান বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২৫ উপলক্ষে উপজেলা পর্যায়ের দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আজিজ। 

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুৎ তোয়াব, কানসাট সলেমান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আবুল বাসার ও ছত্রাজিতপুর ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ। 

এ কে এস রোকন এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক মোহা. শরিফুল ইসলাম, মো. সেতাউর রহমান, মোহা. হারুন অর রশিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আল বসরী সোহান প্রমুখ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপজেলা পর্যায়ের এই প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশগ্রহণ করে। এতে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন ও নয়ালাভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় দল রানার্স আপ হয়েছে। এছাড়া প্রতিযোগিতায় মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের শুভা মনি শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন।

প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেষ্ট তুলে দেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনও লাগবে আবার বিচার ও সংস্কারও লাগবে : হাসনাত আবদুল্লাহ
গুম প্রতিরোধ দিবসে ছাত্র শিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল
মিয়ানমারে পাচারকালে আলু ও শীতল পাটি জব্দ করেছে কোস্ট গার্ড
ভিপি নূরের শয্যাপাশে ডা. তাহেরসহ জামায়াত নেতৃবৃন্দ
ম্যানিলায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন
দেশের প্রতিটি আন্দোলনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য : সেমিনারে বক্তারা
সিলেটে আরও ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ
জুলাই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে : আহমদ আবদুল কাদের
ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার ভিডিওটি গুজব
ডেঙ্গুতে আজ ৩৬৭ জন আক্রান্ত
১০