টাঙ্গাইলে মাদক কারবারির কারাদণ্ড

বাসস
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৭:২৫
ছবি : বাসস

টাঙ্গাইল, ৩০ আগস্ট, ২০২৫ (বাসস): জেলার বাসাইল উপজেলায় মামুন মিয়া নামের এক মাদক করবারিকে দুইবছরের কারাদণ্ড প্রদান করা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ সকালে মাদক কারবারি মামুন মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার দিবাগত শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার কাঞ্চনপুর দক্ষিণপাড়া গ্রাম থেকে আটকের পর মাদক কারবারি মামুন মিয়াকে এ দন্ডাদেশ প্রদান করেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. আকলিমা বেগম। 

দণ্ডপ্রাপ্ত মামুন মিয়া (৩০) জেলার বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দন্ডিত মামুন মিয়া দীর্ঘদিন ধরে বাসাইল, দেলদুয়ার ও মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে বাসাইল থানায় তিনটি ও দেলদুয়ার থানায় একটি মাদক মামলা রয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে আরও দুইটি সাধারণ ডায়েরি রয়েছে। তাকে গ্রেফতারে প্রশাসন তৎপর ছিল। একপর্যায়ে গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত শনিবার রাত আড়াইটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. আকলিমা বেগম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় অভিযুক্ত মামুন মিয়াকে ইয়াবা, গাঁজা ও একটি মোটরসাইকেল সহ আটক করা হয়। এ সময় তাকে দু’বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক ব্যবসায়ী মামুন মিয়াকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। শনিবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনও লাগবে আবার বিচার ও সংস্কারও লাগবে : হাসনাত আবদুল্লাহ
গুম প্রতিরোধ দিবসে ছাত্র শিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল
মিয়ানমারে পাচারকালে আলু ও শীতল পাটি জব্দ করেছে কোস্ট গার্ড
ভিপি নূরের শয্যাপাশে ডা. তাহেরসহ জামায়াত নেতৃবৃন্দ
ম্যানিলায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন
দেশের প্রতিটি আন্দোলনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য : সেমিনারে বক্তারা
সিলেটে আরও ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ
জুলাই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে : আহমদ আবদুল কাদের
ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার ভিডিওটি গুজব
ডেঙ্গুতে আজ ৩৬৭ জন আক্রান্ত
১০