খুলনা, ৩০ আগস্ট, ২০২৫ (বাসস): জেলার তেরখাদা উপজেলায় আজ বালুবাহী ট্রলি ও বেকারিপণ্য বহনকারী একটি ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালক মফিজ মোল্লা (৩২) নিহত হয়েছেন।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জেলার তেরখাদা-কালিয়া সড়কের রামমাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইজিবাইকের চালক মফিজ মোল্লা গোপালগঞ্জ জেলার হরিদাশপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইলের কালিয়াগামী বেকারিপণ্য বোঝাই ইজিবাইক ও বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রলির মধ্যে তেরখাদা-কালিয়া সড়কের রামমাঝি এলাকায় মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ইজিবাইকের চালক মফিজ মোল্লা গুরুতর আহত হন এবং ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর অবস্থায় ইজিবাইকের চালক মফিজ মোল্লাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শনিবার দুপুর ১১টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মফিজ মোল্লা মারা যান।
সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, দুর্ঘটনার কবলিত ট্রলি ও ইজিবাইক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যব্স্থা প্রক্রিয়াধীন।