খুলনার তেরখাদায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত 

বাসস
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৭:৩৭

খুলনা, ৩০ আগস্ট, ২০২৫ (বাসস): জেলার তেরখাদা উপজেলায় আজ বালুবাহী ট্রলি ও বেকারিপণ্য বহনকারী একটি ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালক মফিজ মোল্লা (৩২) নিহত হয়েছেন।

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জেলার তেরখাদা-কালিয়া সড়কের রামমাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইজিবাইকের চালক মফিজ মোল্লা গোপালগঞ্জ জেলার হরিদাশপুর গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইলের কালিয়াগামী বেকারিপণ্য বোঝাই ইজিবাইক ও বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রলির মধ্যে তেরখাদা-কালিয়া সড়কের রামমাঝি এলাকায় মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ইজিবাইকের চালক মফিজ মোল্লা গুরুতর আহত হন এবং ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর অবস্থায় ইজিবাইকের চালক মফিজ মোল্লাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শনিবার দুপুর ১১টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মফিজ মোল্লা মারা যান।

সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, দুর্ঘটনার কবলিত ট্রলি ও ইজিবাইক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যব্স্থা প্রক্রিয়াধীন। 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্রকেই দিতে হবে: মজিবুর রহমান মঞ্জু
গাজায় ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ
দেশের মানুষকে মানবসম্পদে পরিণত করবো : নূরুল ইসলাম মণি
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় মনোনয়ন পেলেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, প্রত্যাশা স্বরাষ্ট্র উপদেষ্টার
তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
ঢাবি শিক্ষিকার ছবি বিকৃত করায় মামলা: প্রধান আসামি এক্টিভিস্ট মুজতবা খন্দকার
নেপালে পানবাড়ি পর্বতে ২ পর্বতারোহী নিখোঁজ 
নির্বাচন যথাসময়ে হতে হবে, সংস্কারও বাস্তবায়ন করতে হবে: আখতার
১০