১৭ বছর পর মেহেরপুরে বিএনপির সম্মেলন

বাসস
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৭:৪৫
মেহেরপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত। ছবি: বাসস

মেহেরপুর, ৩০ আগস্ট, ২০২৫ (বাসস) : দীর্ঘ ১৭ বছর পর মেহেরপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সরকারি কলেজ মাঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়ানোর মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক জাবেদ মাসুদ মিল্টন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি বলেন, আমি প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করছি মেহেরপুর জেলার নেতাকর্মীদের, যারা দীর্ঘ সংগ্রামে শাহাদাত বরণ করেছেন। এ দেশের সবচেয়ে বেশি নির্যাতিত রাজনৈতিক সংগঠন হলো বিএনপি। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার দীর্ঘ ১৬-১৭ বছর মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। বিএনপি দীর্ঘ সংগ্রামের মাধ্যমে সেই অধিকার ফিরিয়ে এনে দেশকে রাজতন্ত্র থেকে মুক্ত করেছে।

চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও খুলনা বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আমান উল্লাহ আমান বলেন, ১৬ বছর দেশে কোনো গণতন্ত্র ছিল না, একদলীয় শাসন ব্যবস্থা ছিল। দেশের ক্রান্তিকাল যখনই আসে, তখনই জিয়া পরিবারের আত্মত্যাগের মাধ্যমে সাধারণ মানুষ মুক্তি পায়। 

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। 

জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক উদ্দিন আহমেদ, মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, যশোর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সাবেরুল হক সাবু ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু, মেহেরপর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম প্রমুখ।

সম্মেলন শেষে সভাপতি হিসেবে জাভেদ মাসুদ মিল্টন ও সাধারণ সম্পাদক হিসেবে এ্যাডভোকেট কামরুল ইসলামের নাম ঘোষণা করেন আমান উল্লাহ আমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্রকেই দিতে হবে: মজিবুর রহমান মঞ্জু
গাজায় ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ
দেশের মানুষকে মানবসম্পদে পরিণত করবো : নূরুল ইসলাম মণি
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় মনোনয়ন পেলেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, প্রত্যাশা স্বরাষ্ট্র উপদেষ্টার
তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
ঢাবি শিক্ষিকার ছবি বিকৃত করায় মামলা: প্রধান আসামি এক্টিভিস্ট মুজতবা খন্দকার
নেপালে পানবাড়ি পর্বতে ২ পর্বতারোহী নিখোঁজ 
নির্বাচন যথাসময়ে হতে হবে, সংস্কারও বাস্তবায়ন করতে হবে: আখতার
১০