কুষ্টিয়ায় নিরাপদ সড়ক দাবিতে লিফলেট বিতরণ

বাসস
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৮:০৪
আজ কুষ্টিয়ায় নিরাপদ সড়ক দাবিতে লিফলেট বিতরণ। ছবি : বাসস

কুষ্টিয়া, ৩০ আগস্ট, ২০২৫ (বাসস): ‘সাবধানে চালাব গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ প্রতিপাদ্যে কুষ্টিয়ায় পথসভা করা হয়েছে। এ সময় লিফলেট বিতরণ করা হয়। 

আজ শনিবার সকাল ১১টার দিকে শহরের মজমপুর গেটে ট্রাফিক অফিসের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। নিরাপদ সড়ক চাই (নিসচা) এর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা’র জেলা শাখার সভাপতি নুরুন্নবী বাবু ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল। 

এতে প্রধান অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাই কুষ্টিয়ার উপদেষ্টা স্পেশাল পিপি অ্যাডভোকেট শামিম উল হাসান অপু। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আবু বকর সিদ্দিক, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, নিরাপদ সড়ক চাই কুষ্টিয়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি কে এম জাহিদ। 

এছাড়া উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কুষ্টিয়ার সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর হাফিজ লালু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আতাউল গনি উসমান, মীর আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদ অঞ্জন কৃষ্ণশীল শুভ, সাংগঠনিক সম্পাদক আবু মনি সাকলাইন এলিন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সড়কে দুর্ঘটনা কমাতে জনসচেতনতা ও সরকারি বেসরকারি পদক্ষেপ জরুরি। সকলের সামগ্রিক চেষ্টা ও আন্তরিকতার মাধ্যমে সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া সম্ভব। তাই সকলে মিলে সচেতন হলে নিরাপদে বাড়ি ফেরা যাবে।

তাদের লিফলেটে লেখা ছিল— ট্রাফিক আইন আপনার সুরক্ষার ঢাল। দ্রুতগতি নয়, নিরাপত্তাই হোক অগ্রাধিকার। হেলমেট পরুন, সিটবেল্ট বাঁধুন, মোবাইল ফোন নয়—চোখ রাখুন সড়কে। মাদকাসক্ত চালকই দুর্ঘটনার মূল কারণ। জেব্রা ক্রসিংএ গাড়ি থামান, পথচারীকে পারাপারের সুযোগ দিন। একটুখানি ধৈর্য বাঁচাতে পারে শত প্রাণ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনও লাগবে আবার বিচার ও সংস্কারও লাগবে : হাসনাত আবদুল্লাহ
গুম প্রতিরোধ দিবসে ছাত্র শিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল
মিয়ানমারে পাচারকালে আলু ও শীতল পাটি জব্দ করেছে কোস্ট গার্ড
ভিপি নূরের শয্যাপাশে ডা. তাহেরসহ জামায়াত নেতৃবৃন্দ
ম্যানিলায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন
দেশের প্রতিটি আন্দোলনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য : সেমিনারে বক্তারা
সিলেটে আরও ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ
জুলাই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে : আহমদ আবদুল কাদের
ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার ভিডিওটি গুজব
ডেঙ্গুতে আজ ৩৬৭ জন আক্রান্ত
১০