ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু 

বাসস
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৯

ময়মনসিংহ, ৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার ভালুকা উপজেলায় আজ বৈদ্যুতিক মোটরের সাহায্যে খালের পানি সেচে মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মুমিন (১৮) ও মাহেদী হাসান (১৯) নামের দুই তরুণের মৃত্যু হয়েছে।

আজ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে ভালুকা উপজেলার হবিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত আব্দুল মুমিন জেলার ভালুকা উপজেলার মামারিশপুর গ্রামের উজ্জল মিয়ার ছেলে এবং মাহেদী হাসান জেলার মুক্তাগাছা উপজেলার বনবাংলা বাজার এলাকার আব্দুল মোতালেবের ছেলে। তারা দুজনেই ভালুকার মাদরাসাতু রওজাতুস সুন্নাহ আল আরাবিয়া মাদ্রাসার মিজান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে কয়েকজন শিক্ষার্থী মাদরাসার সামনের খালে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে পানি সেচে মাছ ধরছিল। একপর্যায়ে মুমিন ও মাহেদী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। সহপাঠী ও স্থানীয়রা মুমিন ও মাহেদীকে দ্রুত উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  দুজনকেই মৃত ঘোষণা করেন।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশের এএসপি পদে ৮০ কর্মকর্তার পদোন্নতি
শিক্ষা ব্যবস্থার পূর্ণ জাতীয়করণ করতে হবে : অধ্যাপক মুজিব
আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
আইএফআরএস ৯ সঠিকভাবে বাস্তবায়নের আহ্বান আইসিএবির
ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৪
জবি’র ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা : বর্ষাসহ তিন জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
উদ্যোক্তা সৃষ্টির জন্য জিয়াউর রহমান ২% সুদে ক্ষুদ্র ঋণ দিয়েছিলেন : মির্জা ফখরুল
কয়রা-পাইকগাছায় ১২ প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে সাংবাদিক আনোয়ার আলদীন 
এএসপি হলেন ৬২ পুলিশ পরিদর্শক
বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা
১০