মেধাবী শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হতে হবে : মনির হায়দার

বাসস
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩২ আপডেট: : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। ফাইল ছবি

গাইবান্ধা, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নিজেদের প্রতিভাকে কাজে লাগিয়ে দেশকে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে নেতৃত্ব দিতে মেধাবী শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এমন মন্তব্য করেছেন।

শুক্রবার বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

মনির হায়দার বলেন, মেধাবী শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্নবান হওয়া এবং তাদেরকে অনুপ্রেরণা দেওয়া জরুরি। যাতে তারা সামাজিক অসঙ্গতি থেকে নিজেদের দূরে রেখে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।

ধুপনি গ্রামের স্থানীয় সামাজিক সংগঠন মাসিয়ার রহমান ফাউন্ডেশন উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে। 

সেখানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনে সফল হতে হলে পড়াশোনায় মনোযোগী হতে হবে। সেই সঙ্গে মানসম্মত শিক্ষা গ্রহণ করতে হবে।

মেধাবী শিক্ষার্থীদের ‘জাতির সম্পদ’ বলেও উল্লেখ করেন তিনি। পাশপাশি তাদেরকে দেশপ্রেমের মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে দেশগঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখার আহবান জানান।

মাসিয়ার রহমান ফাউন্ডেশনের সভাপতি জিল্লুর রহমানের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) এ কে এম হেদায়েতুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার বেলাল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাজেদুর রহমান ও উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ।

অতিথিরা উপজেলার মোট ৩৭৫ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানে তালেবানের হামলায় ১২ সেনা নিহত
নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন অধ্যাপক ইউনূসের
সুনামগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে নিহত ১
গাইবান্ধার সাঘাটায় ভাঙন কবলিত ৩৩৪ পরিবারে চাল বিতরণ
রাজবাড়ীর পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক
সাংবাদিক শিবলীর পরিবারকে ২ লাখ টাকা দিল ছাত্রশিবির
চার্লি কির্ক হত্যাকাণ্ডে সন্দেহভাজন গ্রেফতার
মাদারীপুরে এক হাজার গাছের চারা রোপণ
রাকসু নির্বাচনে ৯ প্যানেলের লড়াই
সাতক্ষীরার চুনকুড়ি নদীর ভয়াবহ ভাঙন ঠেকাতে প্রয়োজন স্থায়ী ব্যবস্থা
১০