রাজবাড়ীতে জন্ম-মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ক সভা 

বাসস
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫১
আজ রাজবাড়ীতে জন্ম-মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ক সভা । ছবি : বাসস

রাজবাড়ী, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজবাড়ীতে জন্ম-মৃত্যু নিবন্ধনের অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল করতে আজ বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসকের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. মাহমুদুল হক। সভা সঞ্চালনা করেন স্থানীয় সরকারের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান।

সভায় জেলার ৪২টি ইউনিয়ন পরিষদের ৪৫ জন সচিব এবং ৪টি পৌরসভার নিবন্ধনের দায়িত্বে নিয়োজিত অথরাইজড কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ কর্মপরিকল্পনার অংশ হিসেবে জন্ম ও মৃত্যু নিবন্ধন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কার্যক্রম। স্কুলে ভর্তি, বিবাহ নিবন্ধন, পাসপোর্ট তৈরি, এমনকি সরকারি ভাতা ও ভিজিএফ কার্ড পেতে হলে জন্মনিবন্ধন সনদ অপরিহার্য। অনেকেই না জানার কারণে নিবন্ধন প্রক্রিয়াকে অবহেলা করেন।

তিনি বলেন, আমাদের ইউনিয়ন পরিষদের সচিবগণ এ কাজে মূল ভূমিকা রেখে চলেছেন। তবে কিছু জায়গায় সচেতনতার ঘাটতি ও কারিগরি সমস্যার কারণে প্রত্যাশিত অগ্রগতি পাওয়া যাচ্ছে না। এসব সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ নিতে হবে।

সভায় ইউনিয়ন সচিবরা মাঠ পর্যায়ে তাদের কাজের নানা সমস্যা জেলা প্রশাসকের সামনে তুলে ধরে বলেন, অনেক সময় গ্রামাঞ্চলে জনগণ জন্ম বা মৃত্যু নিবন্ধনকে গুরুত্ব দেন না। ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের তথ্য সংগ্রহে সমস্যায় পড়তে হয়। এছাড়া অনলাইন নিবন্ধন ব্যবস্থায় ইন্টারনেট সংকট, জনবল ঘাটতি এবং নাগরিক সচেতনতার অভাবতো রয়েছেই।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নের নির্দেশ সেতু সচিবের
নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
শ্রমিক জাগরণের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশ সফল করতে শিমুল বিশ্বাসের আহবান
ডিএমপিতে সেপ্টেম্বর মাসে সংক্ষিপ্ত বিচারে ২৫৭টি মামলা নিষ্পত্তি
দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও তুরস্ক আলোচনা
শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে
লড়াই করে হারল বাংলাদেশ
ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ে শিক্ষা উপদেষ্টার অভিনন্দন 
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসী নিহত
১০