রাজবাড়ীতে জন্ম-মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ক সভা 

বাসস
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫১
আজ রাজবাড়ীতে জন্ম-মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ক সভা । ছবি : বাসস

রাজবাড়ী, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজবাড়ীতে জন্ম-মৃত্যু নিবন্ধনের অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল করতে আজ বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসকের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. মাহমুদুল হক। সভা সঞ্চালনা করেন স্থানীয় সরকারের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান।

সভায় জেলার ৪২টি ইউনিয়ন পরিষদের ৪৫ জন সচিব এবং ৪টি পৌরসভার নিবন্ধনের দায়িত্বে নিয়োজিত অথরাইজড কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ কর্মপরিকল্পনার অংশ হিসেবে জন্ম ও মৃত্যু নিবন্ধন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কার্যক্রম। স্কুলে ভর্তি, বিবাহ নিবন্ধন, পাসপোর্ট তৈরি, এমনকি সরকারি ভাতা ও ভিজিএফ কার্ড পেতে হলে জন্মনিবন্ধন সনদ অপরিহার্য। অনেকেই না জানার কারণে নিবন্ধন প্রক্রিয়াকে অবহেলা করেন।

তিনি বলেন, আমাদের ইউনিয়ন পরিষদের সচিবগণ এ কাজে মূল ভূমিকা রেখে চলেছেন। তবে কিছু জায়গায় সচেতনতার ঘাটতি ও কারিগরি সমস্যার কারণে প্রত্যাশিত অগ্রগতি পাওয়া যাচ্ছে না। এসব সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ নিতে হবে।

সভায় ইউনিয়ন সচিবরা মাঠ পর্যায়ে তাদের কাজের নানা সমস্যা জেলা প্রশাসকের সামনে তুলে ধরে বলেন, অনেক সময় গ্রামাঞ্চলে জনগণ জন্ম বা মৃত্যু নিবন্ধনকে গুরুত্ব দেন না। ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের তথ্য সংগ্রহে সমস্যায় পড়তে হয়। এছাড়া অনলাইন নিবন্ধন ব্যবস্থায় ইন্টারনেট সংকট, জনবল ঘাটতি এবং নাগরিক সচেতনতার অভাবতো রয়েছেই।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাগেরহাটে ‘যুবাদের নেতৃত্বে ডিজিটাল ভবিষ্যৎ’ শীর্ষক অবহিতকরণ সভা
বিদ্যালয়ে ‘প্রাথমিক চিকিৎসা কর্নার’ চান শেরপুরের শিক্ষার্থীরা
আগামীকাল শুরু পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা
অতিরিক্ত ডিআইজি জালাল উদ্দিনের মৃত্যুতে পুলিশ অ্যাসোসিয়েশনের শোক
দুর্গাপূজা নিরাপদে উদ্‌যাপিত হবে: আইজিপি
আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াচ্ছে ‘আমরা বিএনপি পরিবার’
পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে করতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা
শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকারের নিয়ন্ত্রণ নিয়েছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল
গোপনে ভিডিও ধারণের দায়ে মুদি দোকানদারের এক মাসের কারাদণ্ড
কুষ্টিয়ায় ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা, ২৫০টি মন্ডপে এবার দুর্গাপূজা 
১০