খাগড়াছড়ি, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাঙামাটির সাজেক থেকে ফেরার পথে পর্যটকবাহী জীপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী পর্যটক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।
আজ বুধবার দুপুরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের হাউজ পাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারী পর্যটকটের নাম প্রাথমিকভাবে রিংকি বলে জানা গেছে। এ ঘটনায় নিহত ও আহতরা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
এদিকে, গাড়ি খাদে পড়ে পর্যটক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইকবাল হোছাইন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাজেক থেকে খাগড়াছড়িতে ফেরার পথে পর্যটকবাহী জীপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই এক নারী পর্যটক নিহত হয়। সেনাবাহিনী ও পুলিশ আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
পর্যটক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান জানান, আহতদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি নিয়ে যাওয়া হচ্ছে। পর্যটকরা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।