সাজেকে সড়ক দুর্ঘটনায় পর্যটক নিহত

বাসস
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৩
ছবি : সংগৃহীত

খাগড়াছড়ি, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাঙামাটির সাজেক থেকে ফেরার পথে পর্যটকবাহী জীপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী পর্যটক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।

আজ বুধবার দুপুরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের হাউজ পাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নারী পর্যটকটের নাম প্রাথমিকভাবে রিংকি বলে জানা গেছে। এ ঘটনায় নিহত ও আহতরা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। 

এদিকে, গাড়ি খাদে পড়ে পর্যটক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইকবাল হোছাইন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাজেক থেকে খাগড়াছড়িতে ফেরার পথে পর্যটকবাহী জীপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই এক নারী পর্যটক নিহত হয়। সেনাবাহিনী ও পুলিশ আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। 

পর্যটক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান জানান, আহতদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি নিয়ে যাওয়া হচ্ছে। পর্যটকরা  সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
রাজধানীর কামরাঙ্গীরচরের আকরাম হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ২
নাটোরে তামাকজাত পণ্য ব্যবহার নিয়ন্ত্রণে পথসভা
বাগেরহাটে ‘যুবাদের নেতৃত্বে ডিজিটাল ভবিষ্যৎ’ শীর্ষক অবহিতকরণ সভা
বিদ্যালয়ে ‘প্রাথমিক চিকিৎসা কর্নার’ চান শেরপুরের শিক্ষার্থীরা
আগামীকাল শুরু পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা
অতিরিক্ত ডিআইজি জালাল উদ্দিনের মৃত্যুতে পুলিশ অ্যাসোসিয়েশনের শোক
দুর্গাপূজা নিরাপদে উদ্‌যাপিত হবে: আইজিপি
আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াচ্ছে ‘আমরা বিএনপি পরিবার’
পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে করতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা
১০