ফেনী সরকারি জিয়া মহিলা কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

বাসস
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৯
ফেনী সরকারি জিয়া মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের বুধবার সংবর্ধনা দেওয়া হয়। ছবি : বাসস

ফেনী, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ফেনী সরকারি জিয়া মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত হওয়ায় ২৮ শিক্ষার্থীকে কৃতি সংবর্ধনা দেওয়া হয়েছে। 

এই কলেজ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজে ৬ জন ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২২ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। 

এ উপলক্ষে আজ সকালে কলেজ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও  ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের মাঝে ফুল ও ক্রেস্ট বিতরণ করা হয়।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহবুবুল করিম এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সহকারী অধ্যাপক মিথুন চন্দ্র দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আহাম্মদ হোসেন ও শিক্ষক পরিষদের সম্পাদক মো. ইকরাম হোসেন।

প্রভাষক নাজমুস সাকিব ও প্রভাষক ফাতেমাতুজজোহরার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজ বিজ্ঞানের বিভাগীয় প্রধান ড. আজিজুর রহমান, হিসাব বিজ্ঞানের বিভাগীয় প্রধান আবদুল মালেক ও প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ইমাম হোসেন।

অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহবুবুল করিম বলেন, কলেজে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। তিনি নবীন শিক্ষার্থীদের কলেজের বিভিন্ন নিয়মকানুন যথাযথভাবে পালনের মাধ্যমে একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

আলোচনা শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটুয়াখালীতে বিএনপির পথসভা: ধানের শীষের পক্ষে ঐক্যের ডাক সাবেক এমপির
খুলনায় বিএনপি'র প্রচার মিছিল ও লিফলেট বিতরণ
সংস্কারের পক্ষে যারা থাকবে তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে : হাসনাত আবদুল্লাহ
ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : শামা ওবায়েদ
গাজা শান্তি পরিকল্পনা নিয়ে মুসলিম দেশগুলোর বৈঠক আয়োজন করবে তুরস্ক
সংবিধানবিরোধী ষড়যন্ত্র বানচাল গিনি-বিসাউ সেনাবাহিনীর, একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার
দ্রুত এক হাজার রানের রেকর্ড তানজিদ
চাঁদে অবতরণ ‘ঘটেনি’, কার্দাশিয়ানের দাবি প্রত্যাখ্যান নাসা’র
ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : নির্বাচন কমিশনার
ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
১০