নোয়াখালীতে থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত

বাসস
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩২

নোয়াখালী, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নোয়াখালীর সোনাইমুড়িতে থেমে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ২০ যাত্রী।

আজ বুধবার দুপুর দেড়টার দিকে নোয়াখালী-ঢাকা সড়কের নাওতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত বাসচালক বেলায়েত হোসেন (৪৬) চাটখিল উপজেলার কালিকাপুর গ্রামের গোলাম ছারোয়ারের ছেলে। নোয়াখালী-ঢাকা রুটের একুশে পরিবহনের চালক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাইমুড়ির নাওতলা এলাকায় সড়কের উপর বালুবাহী ট্রাকের চাকা নষ্ট হওয়ায় সকাল থেকেই থেমে ছিল। দুপুরে ঢাকা থেকে আসা একুশে পরিবহনের একটি বাস অন্য একটি বাসকে ওভার টেকিং করতে গিয়ে ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এ সময় বাসচালকসহ গাড়িতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা তাদের উদ্ধার করে। এ সময় সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের নেয়া হলে বাসচালক বেলায়েতকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া বাসচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় বাসে থাকা অধিকাংশ যাত্রী আঘাত পেয়েছেন। আমরা ঘটনার স্থলে পৌঁছে খোঁজ-খবর নিচ্ছি।


 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা চেয়ারম্যানের সঙ্গে বিএসআইএ প্রতিনিধিদলের বৈঠক
আফগানিস্তানকে টপকে নবম স্থানে বাংলাদেশ
চাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় বাড়ল আরও ১দিন 
তানজিদ-তানজিম-জাকেরের উন্নতি; শীর্ষে বরুণ
দিনাজপুরে নাশকতা মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জনকে জেলহাজতে প্রেরণ
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা রোগী শনাক্ত হয়নি 
গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ৪১, চিকুনগুনিয়ায় ১৮ জন
মানুষের সকল মৌলিক অধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ভূমি সচিব
আন্দোলনের ডাক আলোচনার টেবিলকে অসম্মান করা: খসরু
১০