নোয়াখালীতে থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত

বাসস
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩২

নোয়াখালী, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নোয়াখালীর সোনাইমুড়িতে থেমে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ২০ যাত্রী।

আজ বুধবার দুপুর দেড়টার দিকে নোয়াখালী-ঢাকা সড়কের নাওতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত বাসচালক বেলায়েত হোসেন (৪৬) চাটখিল উপজেলার কালিকাপুর গ্রামের গোলাম ছারোয়ারের ছেলে। নোয়াখালী-ঢাকা রুটের একুশে পরিবহনের চালক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাইমুড়ির নাওতলা এলাকায় সড়কের উপর বালুবাহী ট্রাকের চাকা নষ্ট হওয়ায় সকাল থেকেই থেমে ছিল। দুপুরে ঢাকা থেকে আসা একুশে পরিবহনের একটি বাস অন্য একটি বাসকে ওভার টেকিং করতে গিয়ে ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এ সময় বাসচালকসহ গাড়িতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা তাদের উদ্ধার করে। এ সময় সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের নেয়া হলে বাসচালক বেলায়েতকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া বাসচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় বাসে থাকা অধিকাংশ যাত্রী আঘাত পেয়েছেন। আমরা ঘটনার স্থলে পৌঁছে খোঁজ-খবর নিচ্ছি।


 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে
লড়াই করে হারল বাংলাদেশ
ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ে শিক্ষা উপদেষ্টার অভিনন্দন 
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসী নিহত
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত : বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা আরও জোরদারের আহ্বান
বাংলাদেশ ইউনেস্কোর সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত
২০২৬ সালে বাংলাদেশে ২.৫ বিলিয়ন ডলারের প্রকল্প অর্থায়ন করতে পারে এডিবি
সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিতে নারী নেত্রী ও বিশেষজ্ঞদের সহযোগিতা চাইলেন সিইসি
রফতানিতে দেশীয় বীমা কোম্পানি ব্যবহারের অনুমতি দিলো বাংলাদেশ ব্যাংক
আবরার ফাহাদের শাহাদত জুলাই গণ-অভ্যুত্থানের বড় প্রেরণা : তথ্য উপদেষ্টা
১০