জামালপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

বাসস
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪১
ছবি : বাসস

জামালপুর, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জামালপুরে কিশোরীকে ধর্ষণের মামলায় যুবক আবু সাইদ ওরফে রবিনকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। 

এছাড়া অপহরণের পর অষ্টম শ্রেণির এক ছাত্রীকে নির্যাতনের মামলায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আজ বুধবার মামলা দুটির রায় ঘোষণা করেন। 

সাজাপ্রাপ্ত আবু সাইদ ওরফে রবিন জামালপুর সদর উপজেলার তুলশির চর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি পলাতক রয়েছেন।

তথ্য নিশ্চিত করে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুল হক জানান, আবু সাইদ ওরফে রবিন ২০২৩ সালের ৯ এপ্রিল তার প্রতিবেশী এ কিশোরীকে ধর্ষণ করে। এ ঘটনায় মামলার পর পুলিশ তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

এছাড়া আসামি আবু সাইদ তার প্রতিবেশী ওই ছাত্রীকে অপহরণের পর নির্যাতন করে। ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে অপহরণ করে রবিন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবার মামলার পর পুলিশ ওই বছরের ২৮ মার্চ মেয়েটিকে উদ্ধার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় অতিরিক্ত শব্দসৃষ্টিকারী যানবাহনে জরিমানা আদায়
আলজেরিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ
উত্তরায় ‘জুলাই যোদ্ধা‘র মৃতদেহ উদ্ধার
জাতীয় ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১৭০৯ মামলা
১৫০০ রানার নিয়ে কক্সবাজার ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
গ্রিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা
তুরস্ক থেকে ৫ লক্ষাধিক সিরীয় দেশে ফিরেছে : আঙ্কারা
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে খুলনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
১০