জামালপুর, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জামালপুরে কিশোরীকে ধর্ষণের মামলায় যুবক আবু সাইদ ওরফে রবিনকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
এছাড়া অপহরণের পর অষ্টম শ্রেণির এক ছাত্রীকে নির্যাতনের মামলায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আজ বুধবার মামলা দুটির রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আবু সাইদ ওরফে রবিন জামালপুর সদর উপজেলার তুলশির চর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি পলাতক রয়েছেন।
তথ্য নিশ্চিত করে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুল হক জানান, আবু সাইদ ওরফে রবিন ২০২৩ সালের ৯ এপ্রিল তার প্রতিবেশী এ কিশোরীকে ধর্ষণ করে। এ ঘটনায় মামলার পর পুলিশ তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
এছাড়া আসামি আবু সাইদ তার প্রতিবেশী ওই ছাত্রীকে অপহরণের পর নির্যাতন করে। ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে অপহরণ করে রবিন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবার মামলার পর পুলিশ ওই বছরের ২৮ মার্চ মেয়েটিকে উদ্ধার করে।