জামালপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

বাসস
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪১
ছবি : বাসস

জামালপুর, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জামালপুরে কিশোরীকে ধর্ষণের মামলায় যুবক আবু সাইদ ওরফে রবিনকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। 

এছাড়া অপহরণের পর অষ্টম শ্রেণির এক ছাত্রীকে নির্যাতনের মামলায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আজ বুধবার মামলা দুটির রায় ঘোষণা করেন। 

সাজাপ্রাপ্ত আবু সাইদ ওরফে রবিন জামালপুর সদর উপজেলার তুলশির চর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি পলাতক রয়েছেন।

তথ্য নিশ্চিত করে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুল হক জানান, আবু সাইদ ওরফে রবিন ২০২৩ সালের ৯ এপ্রিল তার প্রতিবেশী এ কিশোরীকে ধর্ষণ করে। এ ঘটনায় মামলার পর পুলিশ তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

এছাড়া আসামি আবু সাইদ তার প্রতিবেশী ওই ছাত্রীকে অপহরণের পর নির্যাতন করে। ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে অপহরণ করে রবিন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবার মামলার পর পুলিশ ওই বছরের ২৮ মার্চ মেয়েটিকে উদ্ধার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা চেয়ারম্যানের সঙ্গে বিএসআইএ প্রতিনিধিদলের বৈঠক
আফগানিস্তানকে টপকে নবম স্থানে বাংলাদেশ
চাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় বাড়ল আরও ১দিন 
তানজিদ-তানজিম-জাকেরের উন্নতি; শীর্ষে বরুণ
দিনাজপুরে নাশকতা মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জনকে জেলহাজতে প্রেরণ
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা রোগী শনাক্ত হয়নি 
গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ৪১, চিকুনগুনিয়ায় ১৮ জন
মানুষের সকল মৌলিক অধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ভূমি সচিব
আন্দোলনের ডাক আলোচনার টেবিলকে অসম্মান করা: খসরু
১০