দিনাজপুরে মাদকসহ কারবারি গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৯

দিনাজপুর, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : দিনাজপুরের খানসামায় একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

আজ বুধবার বিকেলে উপজেলার মারগাঁও গ্রামে এ অভিযান চালানো হয়। 

গ্রেপ্তার মো. আকিবুল ইসলাম ওরফে আজাদ (৫০) গ্রামের আফজাল হোসেনের ছেলে। পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার পরিদর্শক মো. মাহামুদুল আলম তথ্য নিশ্চিত করেন। 

খানসামা থানার ওসি পরিদর্শক মো. নাজমুল হক জানান, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল তার নেতৃত্বে উপজেলার মারগাঁও গ্রামের একটি বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে স্থানীয় মাদক কারবারি আকিবুল ইসলাম ওরফে আজাদকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। 

পুলিশের সূত্রটি জানায়, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে খানসামা থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। 

দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলাম জানান, আজাদকে আজ বিকেলে সদর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

দিনাজপুরের পুলিশ সুপার মো. মারফাত হোসাইন বলেন, মাদকবিরোধী কার্যক্রমে জেলা পুলিশ সর্বদা সচেষ্ট। এ ধরনের অভিযান চলমান থাকবে। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটুয়াখালীতে বিএনপির পথসভা: ধানের শীষের পক্ষে ঐক্যের ডাক সাবেক এমপির
খুলনায় বিএনপি'র প্রচার মিছিল ও লিফলেট বিতরণ
সংস্কারের পক্ষে যারা থাকবে তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে : হাসনাত আবদুল্লাহ
ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : শামা ওবায়েদ
গাজা শান্তি পরিকল্পনা নিয়ে মুসলিম দেশগুলোর বৈঠক আয়োজন করবে তুরস্ক
সংবিধানবিরোধী ষড়যন্ত্র বানচাল গিনি-বিসাউ সেনাবাহিনীর, একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার
দ্রুত এক হাজার রানের রেকর্ড তানজিদ
চাঁদে অবতরণ ‘ঘটেনি’, কার্দাশিয়ানের দাবি প্রত্যাখ্যান নাসা’র
ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : নির্বাচন কমিশনার
ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
১০