চাঁদপুরে বিভিন্ন অনিয়মের দায়ে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বাসস
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৩

চাঁদপুর, ১৭ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলার মতলব দক্ষিণ উপজেলায় আজ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ, মূল্য তালিকা না থাকা এবং বিক্রির জন্য পচা মাংস ফ্রিজে সংরক্ষণ করার দায়ে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মতলব ও মুন্সিরহাট বাজারে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, অভিযানকালে মূল্যতালিকা না থাকায় মুন্সিরহাট বাজারে আব্দুল হাই স্টোরকে ৩ হাজার টাকা, একই অপরাধে গাজী ট্রেডার্স মালিককে ২ হাজার টাকা, মতলব বাজারে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করায় ভাই ভাই হোটেল এন্ড কেবিনকে ১০ হাজার টাকা, একই অপরাধে আদি গান্ধি ঘোষ-কে ২০ হাজার টাকা, ঘোষ কেবিনের মালিককে ৩০ হাজার টাকা,  মুসলিম সুইটমিটকে ৫ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় দেলোয়ার হোটেলকে ৫ হাজার টাকা এবং নষ্ট পচা মাংস ফ্রিজে সংরক্ষণ করায় বাবুল-এর মাংসের দোকানকে ৫ হাজার টাকাসহ মোট ৮০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানকালে জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল সার্বিক সহায়তা প্রদান করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে স্থান পেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
রাসায়নিক দুর্যোগ-দুর্ঘটনায় হাসপাতালসমূহের প্রস্তুতি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত
চট্টগ্রামে জেলা পর্যায়ে ১৬ লাখ ৩২ হাজার শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে-সিভিল সার্জন
মুন্সীগঞ্জে চারলাখ ৬৯ হাজার শিশুকে টাইফয়েডের টিকা দেয়া হবে 
সাবেক অতিরিক্ত সচিব হারুনের জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
আরব আমিরাতে ২৫ বন্দির মুক্তির বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগ
কঠিন চীবর দান উপলক্ষে রাঙ্গামাটি সেনা রিজিয়নের সমন্বয় সভা
ইসরাইল ও হামাস যুদ্ধবিরতি চুক্তি : বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া
পার্লামেন্টে আস্থা ভোটের মুখোমুখি হচ্ছেন ইইউ প্রধান
১০